Sim Card Rule Change: সিম কার্ডের নিয়মে বদল! আপনার ফোন চালু থাকবে তো?
New SIM Rule: চুক্তিপত্রে সই, KYC ভেরিফিকেশন সহ নানা নিয়ম চালু হল।
কলকাতা: কয়েকমাস আগেই এই নিয়ম এনেছিল কেন্দ্র। কিন্তু সেই নিয়ম বহাল হয়নি এতদিন। এবার শুরু হল সিম কার্ড নিয়ে কেন্দ্রের নতুন নিয়ম। ১ ডিসেম্বর থেকে চালু হল সিমকার্ডের নতুন নিয়ম। কী কী নিয়ম চালু হল এখানে?
একসঙ্গে অনেক সিমকার্ড (Bulk Sim Card) কেনা যাবে না।
PoS ফ্র্যাঞ্চাইজির জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হচ্ছে।
টেলিকম অপারেটরদের দেওয়া এজেন্ট, ডিস্ট্রিবিউটারদের ভেরিফিকেশন করতে হবে।
সিম বিক্রেতাদেরও পুলিশ ভেরিফিকেশন (Police Verification) করতে হবে হলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেজিস্ট্রেশনের পদ্ধতি:
নতুন নিয়মে PoS এজেন্টদের একটি চুক্তিপত্র সই করতে হবে। টেলিকম পরিষেবা (Telecom Service Provider) যারা দেয় তাদের সঙ্গে চুক্তি করতে হবে। তাদের লাইসেন্স দেওয়ার ব্যবস্থাও আনা হচ্ছে, যাতে কোনও বেআইনি কাজকর্ম রোখা যায়। যদি এই নিয়ম লঙ্ঘন করা হয়, তাহলে PoS এজেন্টকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হবে। টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে সংযোগ অন্তত ৩ বছরের জন্য ছিন্ন করা হবে। যাঁরা বিক্রেতা তাঁদের ১ ডিসেম্বর থেকে ১২ মাস সময় থাকবে নতুন নিয়ম মতো রেজিস্ট্রেশন করে নেওয়ার জন্য।
KYC নিয়ম:
নতুন নিয়ম অনুযায়ী সিম কার্ড (Sim Card) কেনার সময় বা সিম নেওয়ার জন্য আবেদন করার সময় ডেমোগ্রাফিক তথ্য দেওয়া বাধ্যতামূলক। যাঁরা সিম কিনছেন তাঁদের আধারের (Aadhaar Card) QR কোড স্ক্যান করে এই তথ্য নিয়ে নেওয়া হবে।
একজন ব্যবহারকারী কোনও নম্বরের সংযোগ ছিন্ন করার অন্তত ৯০ দিন পরে নতুন ব্য়বহারকারীকে দেওয়া হবে। যিনি সিম রিপ্লেসমেন্ট (SIM Replacement) করছেন তাঁদের একেবারে গোড়া থেকে KYC প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। পাশাপাশি ২৪ ঘণ্টার জন্য আউটগোয়িং (Outgoing SMS) এবং ইনকামিং SMS- সুবিধা বন্ধ থাকবে।
একসঙ্গে সিম কেনা (Bulk buying of SIM)
একসঙ্গে অনেক সিম কেনা বন্ধ করেছে সরকার। অনলাইন প্রতারণা ঠেকানোর জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ব্যবসায়িক, কর্পোরেট সংক্রান্ত কারণে সিম কেনার সময় KYC মেনে সেই সুবিধা দেওয়া হবে। যদিও যাঁরা যাঁরা ওই সিম ব্যবহার করবেন তাঁদের প্রত্যেকের তথ্য নেওয়া হবে।
তবে একটি ID-তে সর্বাধিক ৯টি সিম কেনার প্রক্রিয়া এখনও চালু থাকছে।
আরও পড়ুন: পোস্ট অফিসে 'ইন্যাক্টিভ' আছে সেভিংস অ্যাকাউন্ট ? কীভাবে নতুন করে চালু করবেন ?