PAN Card: ১৮ বছর না হলেও পাবেন প্যান কার্ড, কী নথি লাগবে জানেন ?
PAN Card Update: আধারের সঙ্গে সঙ্গে নাগরিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি এই প্যান কার্ড (PAN Card)। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আয়কর রিটার্ন দাখিল সর্বত্রই কাজে লাগে এই গুরুত্বপূর্ণ নথি।
How to Apply for PAN Card: আধারের সঙ্গে সঙ্গে নাগরিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি এই প্যান কার্ড (PAN Card)। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সম্পত্তি কেনা, আয়কর রিটার্ন দাখিল সর্বত্রই কাজে লাগে এই গুরুত্বপূর্ণ নথি।
PAN Card Update: ১৮ বছর না হলেও পাবেন কার্ড
অনেকেই মনে করেন, 18 বছরের পরেই প্যান কার্ড তৈরি করা সম্ভব। সেই ক্ষেত্রে আপনার জানা উচিত, আপনি যদি 18 বছরের আগে আপনার নিজের ব্যবসা খুলতে চান, তাহলে আপনার প্যান কার্ড লাগবে। এই পরিস্থিতিতে আপনি 18 বছর বয়সেও প্যান কার্ড পেতে পারেন। সেই বিষয়ে নগরিকদের অবগত করিয়েছে আয়কর বিভাগ। জেনে নিন 18 বছরের কম বয়সীদের জন্য প্যান কার্ড তৈরির করার প্রক্রিয়া..
PAN Card: প্যান কার্ডের এই নথিগুলির প্রয়োজন হবে
1 একটি প্যান কার্ড পেতে আপনার অনেক ধরনের নথি প্রয়োজন।
2 18 বছরের কম বয়সীদের ক্ষেত্রে বাবা-মায়ের পরিচয়পত্র লাগবে।
3 এই ক্ষেত্রে আবেদনকারীর একটি পরিচয়পত্রের প্রয়োজন হবে। যেমন আধার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট ইত্যাদি।
4 ঠিকানা প্রমাণের জন্য পোস্ট অফিস পাসবুক বা ব্যাঙ্কের পাসবুকের প্রয়োজন হবে।
How to Apply for PAN Card: প্যান কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন
1 প্যান কার্ডের জন্য আবেদন করার জন্য প্রথমে NSDL এর ওয়েবসাইটে ক্লিক করুন।
2 এর পরে PAN অ্যাপ্লিকেশনের অপশন নির্বাচন করুন।
3 এবার নাবালকের বাবা মায়ের সব চাওয়া নথি পূরণ করুন।
4 এর পাশাপাশি বাবা-মায়ের স্বাক্ষর আপলোড করুন।
5 এখানে প্যান কার্ডের জন্য আবেদন করতে 107 টাকা ফি জমা দিতে হবে।
6 পরবর্তীতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে আপনার মেল আইডিতে একটি বার্তা আসবে।
7 15 দিন পর আপনি প্যান কার্ড পেয়ে যাবেন।
8 মনে রাখবেন যে 18 বছর বয়সের পরে এই প্যান কার্ডটি একটি প্রাপ্তবয়স্ক প্যান কার্ডে রূপান্তরিত হবে।
আরও পড়ুন : Railway Luggage: ট্রেনে এই ওজনের বেশি লাগেজ থাকলেই 'অতিরিক্ত ভাড়া', নতুন নিয়ম করল রেল