Telegram: টেলিগ্রামে বিনামূল্যেই ওটিটির কনটেন্ট দেখে নিচ্ছেন ? চরম সাজা হতে পারে আপনার; কী বলছে আইন ?
Telegram Movie Download: ভারতে কোনও ছবি বানানোর পরে একমাত্র সেই ছবির প্রযোজকের অধিকার রয়েছে ছবিটি দেখানোর। অন্য কারও হাতে সেই ছবির স্ট্রিমিংয়ের অধিকার নেই।

Piracy Rule: টেলিগ্রাম অ্যাপ আসার পর থেকেই বহু মানুষ তাদের পছন্দের ছবি আর প্রেক্ষাগৃহে গিয়ে টিকিট কেটে দেখার বদলে ঘরে বসে ডাউনলোড করে মোবাইলে বা ল্যাপটপে দেখে নেন। টেলিগ্রামের (Telegram) বিভিন্ন চ্যানেল থেকে ছবি ডাউনলোড (Movie Piracy) করা যায়, আপনিও করেছেন হয়ত অনেকবার। বিনামূল্যে কোনো সাবস্ক্রিপশন না দিয়েই ওটিটির কনটেন্টও দেখে নেওয়া যায় বেশিরভাগ সময় এই টেলিগ্রাম অ্যাপে। এটি এক ধরনের ছবি জালিয়াতি। নেটফ্লিক্স, আমাজন প্রাইমের মত স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিতে সাবস্ক্রিপশন না দিয়ে তাদেরই কনটেন্ট বিনামূল্যে অনৈতিক উপায়ে দেখে নেওয়া যায় এই টেলিগ্রামে। আর এইভাবে ছবি বা ওটিটি কনটেন্ট দেখার জন্য আপনারও চরম সাজা হতে পারে, জানেন কি ? কী আইন রয়েছে ভারতে ?
টেলিগ্রামে সিনেমা দেখলে কী সাজা হতে পারে
ভারতে কোনও ছবি বানানোর পরে একমাত্র সেই ছবির প্রযোজকের অধিকার রয়েছে ছবিটি দেখানোর। অন্য কারও হাতে সেই ছবির স্ট্রিমিংয়ের অধিকার নেই। ফলে একমাত্র প্রযোজকের কাছেই যেহেতু ছবি দেখানো ছাড়পত্র রয়েছে আইনিভাবে, তাই টেলিগ্রাম হোক বা অন্য যে কোনও প্ল্যাটফর্ম, সেখান স্ট্রিমিং করা আইনত অপরাধ। এটি সম্পূর্ণরূপে বেআইনি। এর জন্য আপনাকে কঠোর সাজা দিতে পারে দেশের সরকার। ২০২৩ সালের সিনেমাটোগ্রাফ আইনের অধীনে এই ছবি পাইরেসির অপরাধে দোষী সাব্যস্ত হলে ৩ বছর পর্যন্ত জেল হতে পারে আপনার। শুধু তাই নয়, এর সঙ্গে আপনাকে ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও দিতে হতে পারে।
কনটেন্ট দেখলেও সাজা হতে পারে
টেলিগ্রামে কোনও ছবি দেখা কি অপরাধের মধ্যে পড়ে ? এই প্রশ্ন অনেকের মাথাতেই এসেছে। বলে রাখা ভাল কোনও ছবি পাইরেট করা এবং তা অন্য প্ল্যাটফর্মে আপলোড করা সর্বাগ্রে বেআইনি, আইনত অপরাধ এটি। একইভাবে যদি কেউ সেই পাইরেটেড ছবি টেলিগ্রামে দেখেন, এর মানে তিনি এই পাইরেসিকে সমর্থন করেন। এটিও আইনত অপরাধ। ফলে আপনি যদি কোনও পাইরেটেড সিনেমা আপলোড নাও করেন, সিনেমা দেখার জন্যও আপনার সাজা হতে পারে। আপনার সাজা হতে পারে এর জন্য, এমনকী জেলও হতে পারে।
সম্প্রতি আর্নেস্ট অ্যান্ড ইয়ং এবং মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে একটি সমীক্ষার রিপোর্ট প্রকাশ পেয়েছে। এই প্রতিবেদনে দেখা গিয়েছে, ভারতের পাইরেসির জগতের মূলধন প্রায় ২২,৪০০ কোটি টাকার।






















