PM Vikasit Bharat Yojana : ১৫ হাজার টাকা দেবে সরকার, কীভাবে রেজিস্ট্রেশন করবেন প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনায়
Job : প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনায় (PM Vikasit Bharat Yojana) রেজিস্ট্রেশন করতে কোন পদ্ধতি অবলম্বন করবেন।

Job : আপনিও প্রথমবার কোনও জায়গায় চাকরি করলে পেতে পারেন সরকারের ১৫ হাজার টাকা ইনসেনটিভ। সেই ক্ষেত্রে সুবিধা পেতে আপনাকেও করতে হবে কিছু কাজ। জেনে নিন, প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনায় (PM Vikasit Bharat Yojana) রেজিস্ট্রেশন করতে কোন পদ্ধতি অবলম্বন করবেন।
এই যুবকরা পাবেন সুবিধা
১৫ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাল কেল্লা থেকে দেশের যুবকদের জন্য নতুন প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা চালু করার ঘোষণা করেন। এই যোজনার আওতায়,
প্রথমবারের মতো কর্মরত যুবকদের সরকার ইনসেনটিভ দেবে। এই যোজনার মাধ্যমে সরকার যুবকদের ১৫০০০ টাকা দেবে।
PM Vikasit Bharat Yojana : চালু হয়েছে এই পোর্টাল
১৮ অগাস্ট সোমবার সরকার এই যোজনার পোর্টালও চালু করেছে। এখন তরুণদের মনে প্রশ্ন উঠছে- তারা কীভাবে এই পোর্টালের মাধ্যমে এই যোজনার সুবিধা পেতে রেজিস্ট্রেশন পেতে পারবেন। এখানে জেনে নিন সব প্রক্রিয়া।
আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন ?
ভারত সরকার প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনার আওতায় যুবকদের ১৫০০০ টাকা দেবে। এর জন্য সোমবার অফিসিয়াল পোর্টালটিও চালু করা হয়েছে। প্রথমবারের মতো কাজ করা যুবকরা এই পোর্টালে গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন করতে পারবেন। কিন্তু এর জন্য তাদের প্রথমে তাদের UAN জেনারেট করতে হবে। তাও উমঙ্গ অ্যাপে ফেস অথেনটিকেশনের মাধ্যমে।
আপনাকে জানিয়ে রাখি যে প্রথমবার কাজ করা যুবকের UAN জেনারেট হওয়ার পর কোম্পানি তাদের আরও তথ্য স্কিমে এন্ট্রি করবে। যার জন্য কোম্পানি অফিসিয়াল পোর্টাল https://pmvbry.labour.gov.in/ অথবা pmvbry.epfindia.gov.in-এ গিয়ে এই কাজটি করতে পারবে।
এই যুবকরা সুবিধা পাবেন
ভারত সরকারের শুরু করা এই প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনার আওতায় কিছু নিয়ম নির্ধারণ করা হয়েছে। যারা এই নিয়মগুলি মেনে চলেন তারাই কেবল এই স্কিমের সুবিধা পেতে পারবেন। স্কিমের সুবিধা পেতে, ১ আগস্ট ২০২৫ সালের পরে যুবকদের চাকরি শুরু করা প্রয়োজন। তার আগে কর্মরত যুবকরা এই সুবিধা পাবেন না।
এর সঙ্গে আমরা আপনাকে জানিয়ে রাখি যে- যদি কোনও যুবক ৫ মাস পরে চাকরি ছেড়ে দেন, তাহলে তিনি এই সুবিধা পাবেন না। কারণ আর্থিক ভাতার প্রথম কিস্তি ৬ মাস কাজ করার পরে পাঠানো হবে। যেখানে দ্বিতীয় কিস্তি ১ বছর অর্থাৎ ১২ মাস পরে পাঠানো হবে, তাই এই প্রকল্পের এই নিয়মগুলি জানা গুরুত্বপূর্ণ।























