PM Jan Dhan Yojana: জনধন যোজনার অ্যাকাউন্ট সমস্ত বন্ধ করে দেওয়া হবে ! ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র ?
Pradhan Mantri Jan Dhan Yojana Account: দেশজুড়ে সমস্ত নিষ্ক্রিয় জনধন যোজনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে ? এই মর্মে কী জানাল কেন্দ্রীয় অর্থমন্ত্রক ?

Pradhan Mantri Jan Dhan Yojana: ৮ জুলাই মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্পষ্ট জানিয়েছেন যে তিনি বা কেন্দ্র সরকারের তরফ থেকে এমন কোনও নির্দেশিকা ব্যাঙ্কগুলিকে দেওয়া হয়নি যার অধীনে নিষ্ক্রিয় জনধন যোজনার অ্যাকাউন্ট (PM Jan Dhan Yojana) বন্ধ করে দেওয়া হবে। কিছুদিন আগেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি খবর যে কেন্দ্র সরকারের অর্থমন্ত্রকের পক্ষ থেকে ব্যাঙ্কগুলিকে সমস্ত নিষ্ক্রিয় জনধন যোজনার অ্যাকাউন্ট (PMJDY Account) বন্ধ করে দেওয়া হবে।
আর এই মর্মেই কেন্দ্র সরকারের অর্থমন্ত্রকের পক্ষ থেকে ৮ জুলাই ২০২৫ একটি বিবৃতি জারি করে বলা হয়েছে যে সংবাদমাধ্যমে প্রকাশিত একের পর এক খবরের প্রেক্ষিতে জানানো হচ্ছিল যে কেন্দ্রীয় অর্থমন্ত্রক সমস্ত নিষ্ক্রিয় জনধন যোজনার অ্যাকাউন্ট বন্ধ করে দেবে। কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে যে এমন কোনও নির্দেশিকা ব্যাঙ্কগুলিকে দেওয়া হয়নি নিষ্ক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার জন্য। এই বিবৃতিতে আরও বলা হয়েছে যে জনধন যোজনা, জীবন জ্যোতি বিমা যোজনা এবং অটল পেনশন যোজনা সহ আরও কিছু জনকল্যাণমূলক প্রকল্পকে মানুষের মধ্যে আরও জনপ্রিয় করে তুলতে কেন্দ্রীয় অর্থমন্ত্রক কর্তৃক ১ জুলাই থেকেই তিন মাস ব্যাপী একটি প্রচারপর্ব শুরু করেছে।
এই বিবৃতি অনুসারে, এই প্রচার কার্য চলাকালীন ব্যাঙ্কগুলি সমস্ত অ্যাকাউন্টে নতুন করে কেওয়াইসি করাবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সবসময় নিষ্ক্রিয় জনধন যোজনার অ্যাকাউন্ট কতগুলি হল তা নিরীক্ষণ করে থাকে। আর ব্যাঙ্কগুলিকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সেই অ্যাকাউন্ট হোল্ডারের সঙ্গে যোগাযোগ করে তাদের জনধন যোজনার অ্যাকাউন্ট সক্রিয় করা হয়। তবে পরিসংখ্যান অনুসারে জনধন যোজনার অ্যাকাউন্ট সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে এবং একসঙ্গে সমস্ত নিষ্ক্রিয় জনধন যোজনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে এমন কোনও বার্তা চোখে পড়েনি।
জনধন যোজনা আসলে কী
প্রধানমন্ত্রী জনধন যোজনা আসলে একটি সরকারি প্রকল্প যা ২০১৪ সালের ২৮ অগাস্ট সারা দেশে চালু হয়েছিল মোদি সরকারের নির্দেশে। প্রত্যেক ভারতীয় নাগরিককে ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে সংযুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এই স্কিমের অধীনে একজন ব্যক্তি যে কোনও ব্যাঙ্কে জিরো ব্যালান্স অ্যাকাউন্ট খুলতে পারেন, এর বিনিময়ে তিনি পাবেন একটি রুপে ডেবিট কার্ড, একটি ২ লক্ষ টাকার দুর্ঘটনাজনিত বিমা কভারেজ, জীবন বিমার কভারেজ ৩০ হাজার টাকার, আর সরকারি সমস্ত সুযোগ সুবিধের টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা হওয়ার সুবিধে।
এই প্রকল্পটি আর্থিক সাক্ষরতা বৃদ্ধি করে, সঞ্চয়কে উৎসাহিত করে এবং ঋণ ও বিমার সুযোগ প্রদান করে। এখনও পর্যন্ত লক্ষ লক্ষ মানুষকে ব্যাঙ্কিং পরিষেবার অন্তর্ভুক্ত করেছে এই প্রধানমন্ত্রী জন ধন যোজনা প্রকল্প। এই স্কিমের সুবিধেভোগীর সংখ্যা এখন দেশে ৫৪.৫৮ কোটিরও বেশি মানুষ। ফলে এটিই সারা বিশ্বের মধ্যে সবথেকে বড় আর্থিক অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ।






















