RBI Order: বাজারে আসবে নতুন ১০০, ২০০ টাকার নোট ! বড় ঘোষণা RBI-এর- পুরনো নোট কি বাতিল ?
Rs 100 and Rs 200 Notes: আর কিছুদিনের মধ্যেই বাজারে নতুন ১০০ টাকা ও ২০০ টাকার নোট আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। অর্থবর্ষ শেষের আগে বড় ঘোষণা।

Rs. 100 and Rs. 200 Notes: ১০০ টাকা এবং ২০০ টাকার নোট নিয়ে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর কিছুদিনের মধ্যেই বাজারে নতুন ১০০ টাকা ও ২০০ টাকার নোট আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। তবে জানা গিয়েছে এখনকার নোটের ডিজাইনই (RBI Order) অটুট থাকবে, নোটের আদলে কোনও বদল হবে না। রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই নতুন নোটগুলিতে থাকবে রিজার্ভ ব্যাঙ্কের নয়া গভর্নর সঞ্জয় মলহোত্রার (Sanjay Malhotra) স্বাক্ষর। দেশের নিয়মে এভাবেই প্রত্যেক নতুন গভর্নর দেশের নোটগুলিতে স্বাক্ষর করেন।
পুরনো নোটগুলি কি বাতিল হবে এবার ?
রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট জানিয়েছে যে এতদিন পর্যন্ত যে নোটগুলি বাজারে চলছিল, সেগুলি আগের মতই বহাল থাকবে। এই নতুন ১০০ টাকার ও ২০০ টাকার নোট আসার কারণে পুরনো নোট কোনওভাবেই বাতিল বলে গণ্য হবে না। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে ব্যাঙ্ক এবং এটিএমগুলিতে এবার থেকে এই নতুন নোট পাওয়া যাবে। নতুন নোটের ডিজাইনে কোনও বদল আসবে না, তবে এতে নতুন গভর্নর সঞ্জয় মলহোত্রার স্বাক্ষর যুক্ত হবে।
কত নগদ ব্যবহৃত হচ্ছে দেশে ?
একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২ হাজার টাকার নোট বাতিল হওয়ার পরে দেশে নগদের চল আগের থেকে অনেকটাই বেড়েছে। রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুসারে, দেশে ২০১৭ সালের মার্চ মাসে নগদের চল ছিল ১৩.৩৫ লক্ষ কোটি টাকা আর ২০২৪ সালের মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫.১৫ লক্ষ কোটি টাকা। এর সঙ্গে ইউপিআইয়ের মাধ্যমে ডিজিটাল লেনদেনও বাড়ছে দেশে। ২০২০ সালের মার্চ মাসে যেখানে ডিজিটাল লেনদেন ছিল ভারতে ২.০৬ লক্ষ কোটি টাকার, সেখানে ২০২৪ সালের মার্চ মাসে এসে তা হয়ে দাঁড়িয়েছে ১৮.০৭ লক্ষ কোটি টাকার। ২০২৪ সালে এসে এই ডিজিটাল লেনদেনের অঙ্ক ১৭২ বিলিয়ন ডলার বেড়ে গিয়েছে।
এই রাজ্যে সবথেকে বেশি টাকা তোলা হয় এটিএম থেকে
রিজার্ভ ব্যাঙ্কের প্রতিবেদন থেকে জানা গিয়েছে ভারতের মধ্যে দিল্লি, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কর্ণাটকে ২০২৪-এর তথ্য অনুসারে সবথেকে বেশি টাকা তোলা হয়েছে এটিএম থেকে। উৎসব অনুষ্ঠান এবং নির্বাচনের সময় এটিএম থেকে টাকা তোলার মাত্রা বেড়ে যায় বলেই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্কের এই রিপোর্ট।
আরও পড়ুন: Gold Price: সোনা কিনতে আজ কি খরচ কমবে ? দোলের আগে কত হল দাম ? দেখুন রেটচার্টে






















