2000 Note Exchange: আর মাত্র ক'দিন! বাড়িতে এখনও ২০০০-এর নোট আছে?
Indian Economy: দুই হাজারের নোট বদলে ফেলা বা জমা দেওয়ার শেষ তারিখ এই মাসেই
কলকাতা: সেপ্টেম্বরে বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু বদল আসতে চলেছে। তার মধ্যে অন্যতম হল ২০০০ টাকার নোট (2000 Note Exchange) নিয়ে। ২০০০-এর ব্যাঙ্ক নোট বাজার থেকে তুলে নিচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ৩০ সেপ্টেম্বরই ওই নোট বদলে ফেলার শেষ দিন।
বহু আগেই Reserve Bank of India (RBI) বাজার থেকে এই ২০০০-এর নোট তুলে ফেলার ঘোষণা করেছিল। যদিও এই নোট অবৈধ হয়ে যাবে এমনটা বলা হয়নি। জানানো হয়েছিল বাজারে আর ছাড়া হবে না এই দুহাজারের নোট। মে মাসে এই বিজ্ঞপ্তি জানিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। তখন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
২০১৬ সালে নোটবন্দির সময় পুরনো পাঁচশো ও হাজারের নোট বাতিল ঘোষণা করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি ঘোষণার মাধ্যমে ওই নোট বাতিল করে দিয়েছিলেন। তখনই বাজারে আসে ২০০০ এর নোট।
আর মাত্র কয়েকদিন বাকি আছে, তার মধ্যেই ২০০০ এর নোট বদলে ফেলতে হবে। সপ্তাহান্তে ব্যাঙ্ক বন্ধ থাকবে, অর্থাৎ হাতে মাত্র কয়েকদিন রয়েছে ২০০০ এর নোট বদলে ফেলার জন্য়।
কী ভাবে বদলে ফেলতে হবে ২০০০ এর নোট?
যে কোনও ব্যাঙ্কের শাখায় নিয়ে যান ২০০০-এর নোট।
ব্যাঙ্কের থেকে রিকুইজিশন স্লিপ নিন, সেখানে কোন নোট বদল করছেন তার বিশদ বিবরণ লিখতে হবে
এবার সেই স্লিপ ও সঙ্গের ২০০০-এর নোটগুলি জমা করে তারপর সমমূল্য়ের অন্য় ব্যাঙ্ক নোট নিয়ে নেওয়া যাবে
ব্য়াঙ্ক ভেদে এই নিয়ম সামান্য অদল-বদল হতে পারে
RBI আগেই বলে দিয়েছিল, এক ব্যক্তি একেবারে ২০০০০ টাকা পর্যন্ত ২০০০-এর নোট বদলে ফেলতে পারবেন।
গত ১৯ মে বিজ্ঞপ্তি জারি করে ৩০ সেপ্টেম্বরের পর ২ হাজার (Rs 2000) টাকার নোট তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। ১ সেপ্টেম্বর, RBI জানিয়েছিল যে ১৯ মে পর্যন্ত বাজারে যতগুলো ২০০০ টাকার নোট চলছিল তার ৯৩ শতাংশই ফিরে এসেছে ব্যাঙ্কে। ৩১ অগাস্ট পর্যন্ত বাজার থেকে যতগুলো ২০০০ টাকার নোট ফিরে এসেছে তার বাজারমূল্য ৩.৩২ লক্ষ কোটি টাকা। সর্বশেষ যে তথ্য পাওয়া গিয়েছে তাতে এখনও পর্যন্ত লেনদেনের চক্র থেকে যতগুলো ব্যাঙ্কনোট (Bank Note) ফিরে এসেছে। তার মধ্যে ৮৭ শতাংশই ব্য়াঙ্কে জমা পড়েছে। বাকি ১৩ শতাংশ অন্য ব্যাঙ্কনোট পরিবর্তিত করে ফেরত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: আগামী সপ্তাহে শেয়ার বাজারের ওঠানামা কতটা? নির্ভর করবে কার উপর?