SBI Alert: গ্রাহকদের প্রতারণার নতুন কৌশল ! ভিডিয়ো ট্যুইট করে সতর্ক করল স্টেট ব্যাঙ্ক
State Bank Of India: গ্রাহকদের প্রতারণার ফাঁদে ফেলতে এবার নতুন কৌশল নিয়েছে জালিয়াতরা।
State Bank Of India: গ্রাহকদের প্রতারণার ফাঁদে ফেলতে এবার নতুন কৌশল নিয়েছে জালিয়াতরা। আপনার এক ভুলের মাশুল গুণতে হবে অ্যাকাউন্টের টাকা খুইয়ে। প্রতারকদের জালে পা দিলেই ফাঁকা হবে আপানার অ্যাকাউন্ট।
ভুয়ো কলের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অনেক ঘটনা দেশজুড়ে সামনে আসছে। যে বিষয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্ক্যাম কলগুলি মোকাবিলা করার জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করেছে৷ জেনে নিন, কী রয়েছে সেই ভিডিয়োতে।
SBI Alert: ট্যুইটারে ভিডিও ক্লিপ শেয়ার করেছে এসবিআই
SBI তার টুইটার অ্যাকাউন্টে ২৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছে। যেখানে বলা হয়েছে, এই ধরনের কল এলে পাল্টা কেউ ওই নম্বরে ফোন করবেন না। পাশাপাশি এই ধরনের এসএমএস-এর উত্তরও না দিতে বলেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ব্যাঙ্ক জানিয়েছে, এই ধরনের ভুয়ো কল বা এসএমএস-এর উত্তর দিলে আপনার ব্যক্তিগত বা আর্থিক তথ্য চুরি করতে পারে প্রতারকরা।
State Bank Of India: কোন ধরনের ফোন কল এড়িয়ে চলতে হবে ?
এসবিআই-এর এই ভিডিয়োতে বলা হয়েছে,গ্রাহকদের প্রতারিত করতে নতুন ফাঁদ পেতেছে ঠগরা। যেখানে তাদের বিদ্যুতের সংযোগ কেটে দেওয়ার ভয় দেখিয়ে ফোন করা হচ্ছে। প্রতারণার কলে বলা হচ্ছে, “প্রিয় গ্রাহক, আজ রাত সাড়ে ৯টায় বিদ্যুৎ অফিস থেকে আপনার পাওয়ার সাপ্লাই বিচ্ছিন্ন হয়ে যাবে। গত মাসের বিল আপডেট করেননি তাই এই ব্যবস্থা নিতে বাধ্য় হবে কর্তৃপক্ষ। অবিলম্বে আমাদের বৈদ্যুতিক অফিসে যোগাযোগ করুন, ধন্যবাদ।" সম্প্রতি এই ভুয়ো কল বা এসএমএস-এর বিষয়ে SBI ব্যাঙ্ক গ্রাহকদের সতর্ক করেছে।
SBI Alert: এই বিষয়গুলো মাথায় রাখতে বলেছে ব্যাঙ্ক
১ ব্যাঙ্কের কোনও ফোন নম্বর বা অফিশিয়াল আইডি থেকে বার্তা না আসা পর্যন্ত সতর্ক থাকুন।
২ যে নম্বরগুলি থেকে এই ধরনের অবিলম্বে ব্যবস্থা নিতে বলা হচ্ছে, সেগুলি থেকে সাবধান থাকুন।
৩ ব্যাঙ্কের নামে যারা আপনাকে ভুয়ো এসএমএস করছে, তাদের বানানে বা ব্যাকরণগত ভুল দেখতে পাবেন।
৪ কোনও লেনদেন করার আগে অ্যাকাউন্ট যাচাই করে নিন।
State Bank Of India: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করলে আপনার জন্য রয়েছে দারুণ অফার। উৎসব উপলক্ষ্যে দেশজুড়ে এই সুবিধা দিচ্ছে স্টেট ব্যাঙ্ক। আপনি যদি এই মরসুমে কেনাকাটার পরিকল্পনা করে থাকেন, তবে SBI কার্ডে ক্যাশব্যাক সহ বিভিন্ন অফার সম্পর্কে জেনে নিন। এর থেকে আপনি সেই অফারগুলির সম্পূর্ণ সুবিধা নিতে পারবেন।
SBI Card Festival Offer: ক্যাশব্যাক ও ডিসকাউন্ট
SBI কার্ড তার গ্রাহকদের উত্সবের মরসুমে কেনাকাটায় বিশাল ক্যাশব্যাক অফার দিচ্ছে। কেনাকাটায় গ্রাহকরা ছাড়ের পাশাপাশি ক্যাশব্যাকও পাবেন। এই অফারটি অনলাইন ও অফলাইন উভয় কেনাকাটায় পাওয়া যাবে।
State Bank Of India: অফার চলবে ৩১শে অক্টোবর পর্যন্ত
গ্রাহকরা ৩১ অক্টোবর পর্যন্ত SBI কার্ডের এই ক্যাশব্যাক অফারের সুবিধা নিতে পারবেন। আপনিও যদি কেনাকাটায় ক্যাশব্যাক পেতে চান, তাহলে দেরি না করে আপনার কেনাকাটার তালিকা প্রস্তুত করুন।