SBI Yono App: বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাঙ্কিং, চলবে না অ্যাপও, সমস্যায় পড়বেন গ্রাহকেরা ! কী জানাল SBI ?
SBI Yono App Down: কিছু নিয়মিত কাজকর্মের জন্য ইন্টারনেট ব্যাঙ্কিং, ইয়োনো লাইট, ইয়োনো বিজনেস ওয়েব, ইয়োনো ও ইউপিআই মোবাইল অ্যাপ আজ ২৩ মার্চ বন্ধ থাকবে।
SBI Digital Banking: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ভারতের অনেক গ্রাহকেরই অ্যাকাউন্ট আছে। তাঁদের অনেকেই ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা পাওয়ার জন্য ব্যবহার করেন এসবিআই ইয়োনো অ্যাপ (SBI Yono App)। আজ শনিবার ২৩ মার্চ প্রযুক্তিগত কারণে এই অ্যাপ বন্ধ থাকবে কিছু সময়ের জন্য। এমনটাই জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। হোলির আগেই দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রচুর গ্রাহক সমস্যায় পড়তে পারেন। ব্যাঙ্কের এই ইয়োনো অ্যাপ, ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা কিছু সময়ের জন্য আজ বন্ধ থাকবে। সাধারণ ট্রান্সাকশন করা যাবে না।
ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে এসবিআই
গ্রাহকসংখ্যার দিক থেকে দেশের সর্ববৃহৎ ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কোটি কোটি গ্রাহক এই ব্যাঙ্কের পরিষেবার উপর নির্ভর করেন ডিজিটাল ব্যাঙ্কিংয়ের উপর। তাঁরা এবার সমস্যা পড়তে পারেন। আজ ২৩ মার্চ ইতিমধ্যেই ব্যাঙ্কের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় এবং এর মাধ্যমে পরিষেবায় বিঘ্ন ঘটার বার্তা দেওয়া হয় গ্রাহকদের উদ্দেশ্যে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI Yono App) জানিয়েছে, ২৩ মার্চ ব্যাঙ্কের ইয়োনো অ্যাপ পরিষেবা ব্যাহত থাকবে। ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবাও আজ ব্যাহত হতে পারে বলে জানা গিয়েছে ব্যাঙ্কের তরফে।
এই সমস্ত পরিষেবা বিঘ্নিত হবে
SBI-এর ওয়েবসাইটে (SBI Yono App) কোন কোন পরিষেবা পাবেন না গ্রাহকেরা সে ব্যাপারেও জানানো হয়েছিল। কিছু নিয়মিত কাজকর্মের জন্য ইন্টারনেট ব্যাঙ্কিং, ইয়োনো লাইট, ইয়োনো বিজনেস ওয়েব, ইয়োনো ও ইউপিআই মোবাইল অ্যাপ আজ ২৩ মার্চ বন্ধ থাকবে।
কতক্ষণ সমস্যা চলতে পারে
তবে স্টেট ব্যাঙ্ক গ্রাহকদের আশ্বস্ত করে জানিয়েছে যে এই সমস্যা দীর্ঘস্থায়ী নয়। সারাদিন ধরে চলবে না এই সমস্যা। SBI বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ দুপুর ১.১০ থেকে দুপুর ২.১০ পর্যন্ত বন্ধ থাকবে উল্লিখিত পরিষেবাগুলি। মাত্র ১ ঘণ্টার জন্যেই পরিষেবা ব্যাহত হবে SBI-এর।
কোন পরিষেবা ব্যাহত হবে না
তবে দুপুর ১.১০-এর আগে পর্যন্ত পরিষেবা (SBI Yono App) ভালমতই চলবে এবং দুপুর ২.১০-এর পর থেকে ফের একইরকমভাবে চলবে ব্যাঙ্কিং পরিষেবা। আর মাঝের এই এক ঘণ্টার জন্য উল্লিখিত পরিষেবাগুলি বন্ধ থাকলেও ইউপিআই লাইট বা এসবিআই এটিএম-এর কাজকর্ম অব্যাহত থাকবে। কোনও প্রয়োজনীয় কাজ বা ট্রানসাকশান থাকলে এই দুই মাধ্যমে করতে পারেন গ্রাহকেরা।
আরও পড়ুন: Upcoming IPO : আইপিও আসার আগেই ৩৯ কোটি সংগ্রহ এই সংস্থার, কিনলে লাভ হবে ?