Sukanya Samriddhi Yojana : তিন মেয়ের নামে খুলতে পারবেন সুকন্যা সমৃদ্ধি অ্য়াকাউন্ট ? কী বলছে নিয়ম
Small Savings Account : সেই ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট নিয়ম। আপনার তিন মেয়ে থাকলে সবার জন্য পাবেন এই সুবিধা ?

Small Savings Account : স্বল্প সঞ্চয় স্কিমে ৮ শতাংশের বেশি সুদ পাওয়া যায় এই অ্য়াকাউন্টে (Sukanya Samriddhi Yojana)। কেবল কন্যাশিশু (Girl Child) থাকলেই দেওয়া হয় এই সুযোগ। তবে সেই ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট নিয়ম। আপনার তিন মেয়ে থাকলে সবার জন্য পাবেন এই সুবিধা ?
কেন সুকন্যা সমৃদ্ধির ওপর ভরসা সবার
সকল বাবা-মাই তাদের মেয়ের ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত থাকেন। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে আগে থেকেই সব ব্যবস্থা করে রাখেন বাবা-মা। যাতে মেয়ের বিয়ের যোগ্য হওয়ার সময় বা মেয়েকে ভালো শিক্ষা দেওয়ার প্রয়োজন হলে তাদের অর্থের অভাবের সম্মুখীন না হতে হয়। সরকার মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সময়ে সময়ে অনেক প্রকল্পও পরিচালনা করে।
কম টাকায় বড় তহবিল
এই প্রকল্পগুলির মধ্যে একটি হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই প্রকল্পের আওতায় মেয়েদের নামে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে, বাবা-মা তাদের শিক্ষা এবং বিবাহের জন্য একটি ভাল তহবিল তৈরি করতে পারেন। অনেকেই এই প্রকল্পের নিয়ম এবং সীমা সম্পর্কে বিভ্রান্ত। মানুষের মনে সবচেয়ে বেশি যে প্রশ্নটি আসে তা হল, কতজন মেয়ের নামে অ্যাকাউন্ট খোলা যেতে পারে। আসুন আমরা আপনাকে বলি এই সংক্রান্ত নিয়মগুলি কী।
সুকন্যা সমৃদ্ধি যোজনায় কতজনের অ্যাকাউন্ট খোলা যেতে পারে ?
অনেক বাবা-মা আছেন যাদের এক মেয়ে আছে। অনেক বাবা-মা আছেন, যাদের দুই বা তিনজনের বেশি মেয়ে আছে। তারা তাদের উন্নত ভবিষ্যতের জন্য কোথায় বিনিয়োগ করবেন তা নিয়ে চিন্তিত থাকেন। এমন পরিস্থিতিতে সুকন্যা সমৃদ্ধি যোজনা তাদের খুব একটা কাজে লাগে না। সুকন্যা সমৃদ্ধি যোজনার নিয়ম অনুসারে, বাবা-মায়েরা কেবল দুই কন্যার নামে অ্যাকাউন্ট খুলতে পারেন।
কোন ক্ষেত্রে তিন কন্যার নামে অ্যাকাউন্ট
অর্থাৎ, যদি আপনার ঘরে দুই কন্যা থাকে, তাহলে উভয়ের নামে আলাদা অ্যাকাউন্ট খোলা যেতে পারে। তবে, যদি একটি কন্যার পরে যমজ সন্তানের জন্ম হয়, তাহলে তিনটি কন্যার জন্য অ্যাকাউন্ট খোলা যেতে পারে। প্রতিটি অ্যাকাউন্টে বার্ষিক ২৫০ টাকা থেকে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করা যেতে পারে। সরকার এই পরিমাণের উপর বার্ষিক সুদ প্রদান করে। যে কারণে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে।
বর্তমানে কত সুদ পাওয়া যাচ্ছে এই স্কিমে
সরকার নির্ধারিত সুদের হার অনুসারে- এই প্রকল্পটি ভালো রিটার্ন দিচ্ছে। বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৮.২% সুদ দেওয়া হচ্ছে। যা যেকোনও সঞ্চয় প্রকল্পের চেয়ে বেশি। এর মাধ্যমে, মেয়ের শিক্ষা ও বিয়ের মতো বড় খরচের জন্য সহজেই দীর্ঘমেয়াদি তহবিল তৈরি করা যায়।
তাই এর পাশাপাশি, আপনি এতে কর সুবিধাও পাবেন, অর্থাৎ, আপনার জমা করা অর্থের উপর ছাড় পাবেন ও সুদ থেকে আয়ও নিরাপদে থাকবে। এই প্রকল্পে যোগদানের মাধ্যমে বাবা-মায়েদের তাদের মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না। আপনি আপনার ব্যাঙ্ক শাখা বা পোস্ট অফিসে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন।






















