Free Flight Tickets: ট্রেনের ওয়েটিং টিকিট কনফার্ম না হলে পাবেন ফ্রি ফ্লাইটের টিকিট, এই অ্যাপে সুবিধা
Train Tickets: টিকিট কনফার্ম হলেও অনেক ক্ষেত্রেই হতাশ হতে হয় যাত্রীদের। এই ধরনের সমস্যা সমাধান নিয়ে এসেছে ট্রেনম্যান অ্যাপ।
Train Tickets: ট্রেনের ওয়েটিং টিকিট নিয়ে এই ধরনের সমস্যা থেকেই যায়। একবার ওয়েটিং লিস্টে নাম উঠলেই টিকিট নিশ্চিত নিয়ে ঘুম ছুটে যায় যাত্রীর। সেই ক্ষেত্রে কিছু সময় টিকিট কনফার্ম হলেও অনেক ক্ষেত্রেই হতাশ হতে হয় যাত্রীদের। এই ধরনের সমস্যা সমাধান নিয়ে এসেছে ট্রেনম্যান অ্যাপ।
Free Flight Tickets: কোন অ্যাপ দিচ্ছে সুবিধা ?
সম্প্রতি এই সমস্যায় যাত্রীদের সাহায্য করার জন্য টিকিট বুকিং অ্যাপ ট্রেনম্যান একটি নতুন বৈশিষ্ট্য চালু করেছে। যার মাধ্যমে কোম্পানি যাত্রীদের ট্রেন ট্রিপের গ্যারান্টি দিচ্ছে। ট্রেনের টিকিট নিশ্চিত না করার ক্ষেত্রে কোম্পানি বিনামূল্যে ফ্লাইট টিকিটের ব্যবস্থা করবে। জেনে নিন বিস্তারিত।
Train Tickets: ট্রিপ অ্যাসুরেন্স ফিচার এনেছে কোম্পানি
ট্রেনম্যান অ্যাপ 'ট্রিপ অ্যাসুরেন্স' নামে একটি নতুন বৈশিষ্ট্য চালু করেছে। এই নতুন বৈশিষ্ট্যটি ওয়েটিং লিস্ট সহ ট্রেন যাত্রীদের যাত্রার গ্যারান্টি দেয়। কোনও ব্যক্তি ট্রেনম্যানের মাধ্যমে ট্রেনের টিকিট বুক করলে টিকিটের স্থিতি দেখতে পারবেন। যাত্রী যদি নিশ্চিত টিকিট না পান তবে অ্যাপটি একটি 'প্রেডিকশন মিটার' দেয়। যেখানে আপনার টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা কতটা তা দেখতে পাবেন। পাশাপাশি ট্রিপ অ্যাসুরেন্স চার্ট তৈরির আগে টিকিট নিশ্চিত না হলে যাত্রীদের শেষ মুহূর্তের বিকল্প যাত্রার উপায় দেখিয়ে দেয় কোম্পানি।
Free Flight Tickets: কীভাবে সমস্যার সমাধান ?
যদি একজন যাত্রীর টিকিটের 'প্রেডিকশন মিটার' ৯০ শতাংশ বা তার বেশি দেখায়, তাহলে অ্যাপটি ১ টাকা ট্রিপ অ্যাসুরেন্স ফি চার্জ করে। যদি 'প্রেডিকশন মিটার'-এ নিশ্চিত হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশের কম হয়,সেই ক্ষেত্রে কোম্পানি টিকিটের শ্রেণির ওপর নির্ভর করে নামমাত্র ফি নেয়। চার্ট তৈরির সময় ট্রেনের টিকিট নিশ্চিত হলে ট্রিপ অ্যাসুরেন্স ফি গ্রাহকদের ফেরত দেওয়া হয়। তবে, টিকিট নিশ্চিত না হলে ট্রেনম্যান যাত্রীকে যাত্রা সম্পূর্ণ করার জন্য বিনামূল্যে ফ্লাইটের টিকিট দিয়ে থাকে। বর্তমানে সমস্ত IRCTC রাজধানী ট্রেন ও অন্যান্য প্রায় ১৩০টি ট্রেনে এই পরিষেবা চালু করা হচ্ছে।
আরও পড়ুন : Railway Recruitment 2022: রেলে চাকরির সুবর্ণ সুযোগ, প্রচুর পদে হচ্ছে নিয়োগ