(Source: ECI/ABP News/ABP Majha)
Aadhaar Card: আধার লিঙ্ক পেমেন্টে মৃতের আঙুলের ছাপ ! প্রতারণা রুখতে এল নতুন সিকিউরিটি ফিচার
UIDAI Update: আধার লিঙ্ক পেমেন্ট করলে আপনার জন্য বড় খবর। ইউনিক আইডেন্টিফিকেশন অফ ইন্ডিয়া (UIDAI), আধার এনাবল্ড পেমেন্ট সিস্টেমের (AePs)জন্য একটি নতুন সুরক্ষা বৈশিষ্ট্য চালু করেছে।
UIDAI Update: আধার লিঙ্ক পেমেন্ট করলে আপনার জন্য বড় খবর। ইউনিক আইডেন্টিফিকেশন অফ ইন্ডিয়া (UIDAI), আধার এনাবল্ড পেমেন্ট সিস্টেমের (AePs)জন্য একটি নতুন সুরক্ষা বৈশিষ্ট্য চালু করেছে। যা এই ধরনের টাকার লেনদেনের ক্ষেত্রে একটি অতিরিক্ত সুরক্ষা স্তর তৈরি করবে৷
Aadhaar Card: নতুন নিরাপত্তা বৈশিষ্ট্য কীভাবে কাজ করবে ?
সম্প্রতি একটি সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, এই নিরাপত্তা বৈশিষ্ট্যটিকে 'the vitality of the fingerprint' বা 'আঙুলের ছাপের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। AePs এর মাধ্যমে টাকা তুলতে নকল আঙুলের ছাপের ব্যবহার রোধ করার জন্য এই নতুন বৈশিষ্ট্য আনা হয়েছে। একজন সরকারি আধিকারিক ওই সংবাদপত্রেক জানিয়েছে, এটি এক ধরনের সফ্টওয়্যার আপডেট। এর মাধ্যমে সব ডিভাইসগুলিতে সিকিউরিটি লেয়ার আপগ্রেড করা হবে। এর সাহায্যে (AePs)যে আঙুলের ছাপ ব্যবহার করা হচ্ছে, তা জীবিত ব্যক্তির কি না তা জানতে সক্ষম হবে সফ্টওয়্যার। AePs-এ আঙুলের ছাপের অপব্যবহারের রিপোর্ট পাওয়ার পরই এই আপডেট করার উদ্যোগ নিয়েছে UIDAI কর্তৃপক্ষ।
UIDAI Update: কীভাবে (AePs)এর মাধ্যমে টাকা তোলা যায় ?
AePs-এর মাধ্যমে ব্যবহারকারীরা আঙুলের ছাপের ভিত্তিতে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন। এর জন্য আধার ডেটাবেসে স্টোরের বিবরণ ব্যবহার করা হয়। ব্যবহারকারীরা ব্যাঙ্কের প্রতিনিধির সামনে PoS মেশিনে তাদের বিবরণ যাচাই করে নগদ টাকা পান।
Aadhaar Card: নগদ টাকা তোলা ছাড়াও ব্যবহারকারীরা এই PoS মেশিনগুলিতে প্রাথমিক লেনদেন করতে পারেন। যার মধ্যে আন্তঃ ও আন্তঃব্যাঙ্ক তহবিল স্থানান্তরেরও সুবিধা রয়েছে। স্থানান্তর এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স তথ্যও পরীক্ষা করতে পারে। যেখানে আপনি লেনদেনের মিনি স্টেটমেন্টও পেতে পারেন।
Aadhaar: ভারতীয় নাগরিকদের জন্য আধার কার্ড (Aadhaar Card) এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ভারত সরকার বর্তমানে সমস্ত নাগরিকদের জন্য ১০ ডিজিটের মোবাইল নম্বরের (Mobile Number) সঙ্গে আধার নম্বর যুক্ত করা বাধ্যতামূলক করেছে। আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করার পদ্ধতি বেশ সহজ। যদি আপনি এখনও এই সংযুক্তিকরণ না করে থাকেন তাহলে দেখে নিন আধার এবং মোবাইল নম্বর লিঙ্ক করার সহজ উপায়গুলি। যদি আপনি ইতিমধ্যেই আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করে থাকেন এবং বর্তমানে মোবাইল নম্বর পরিবর্তিত হয়েছে, তাহলে সেটা আপডেট করার পদ্ধতিও রয়েছে।
Aadhaar Card: আধার কার্ডে মোবাইল নম্বর যুক্ত করবেন কীভাবে? আপডেট করার পদ্ধতিই বা কী