UPI Cash Deposit: কার্ড ছাড়া টাকা তোলেন এটিএমে ? জমাও হবে কার্ড ছাড়া - কীভাবে ?
UPI Cash Deposit in ATM: রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস মুদ্রানীতি কমিটিকে ইউপিআইয়ের মাধ্যমে টাকা জমা করার ব্যাপারে অনুমোদন দিয়েছেন।
Shaktikanta Das: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস শুক্রবার মুদ্রানীতি বৈঠকের শেষে এক বড় ঘোষণা করেছেন। তিনি বলেন যে এখন থেকে এটিএমে ইউপিআইয়ের মাধ্যমেই টাকা জমা করা যাবে। এর ফলে গ্রাহক খুব সহজেই কম সময়ের মধ্যে টাকা জমা (UPI Cash Deposit) করতে পারবেন যে কোনও জায়গায়। এখন ক্যাশ টাকা হাতে রাখতে হয় এটিএমে টাকা জমা করার জন্য, যা একটু সময়সাপেক্ষ ব্যাপার। তবে এবার থেকে গ্রাহকের সময় বাঁচাবে এই ইউপিআই ব্যবস্থা।
ইউপিআইয়ের মাধ্যমে টাকা জমা করার অনুমতি মিলেছে
সম্প্রতি রেপো রেটে কোনও বদল হয়নি বলেই জানা গিয়েছে মুদ্রানীতির বৈঠকের সিদ্ধান্তে। আর এরপর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস মুদ্রানীতি কমিটিকে ইউপিআইয়ের মাধ্যমে টাকা জমা করার ব্যাপারে অনুমোদন দিয়েছেন। এখন কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তোলা সম্ভব। তবে টাকা জমা (UPI Cash Deposit) করার ক্ষেত্রে গ্রাহকদের কাছে ডেবিট রাখার সঙ্গে সঙ্গে ক্যাশ টাকাও রাখতে হয়। আর এই সমস্ত ক্যাশ ডিপোজিট মেশিনগুলি ব্যাঙ্ক কর্মীদের অনেক শ্রম ও সময় বাঁচিয়ে দিয়েছে। এখন আর সেভাবে টাকা জমা করার জন্য ব্যাঙ্কে লম্বা লাইন দিতে হয় না। আর তাই রিজার্ভ ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছে এই পরিষেবাকে আরও বৃহত্তর রূপ দেওয়ার।
কীভাবে জমা করা যাবে ?
এটিএম মেশিনে ইউপিআইয়ের মাধ্যমে কীভাবে টাকা জমা (UPI Cash Deposit) করা যাবে তা খুব শীঘ্রই রিজার্ভ ব্যাঙ্কের তরফে স্পষ্ট গাইডলাইনের মাধ্যমে জানতে পারা যাবে। শক্তিকান্ত দাস জানিয়েছেন যে, বর্তমানে যে কোনও ইউপিআই পেমেন্ট প্রিপেইড পেমেন্ট ইন্টারফেস বা পিপিআইয়ের মাধ্যমে হয়ে থাকে যা কিনা ওয়েব বা পিপিআই ব্যবহারকারী মোবাইল অ্যাপের মাধ্যমে সহজে করা যায়। এবার পিপিআই ওয়ালেটের মাধ্যমে ইউপিআই পেমেন্ট করার জন্য একটা থার্ড পার্টি ইউপিআই অ্যাপকে অনুমোদন দেওয়া হতে পারে। এতে গ্রাহকদের অনেকটাই সুবিধে হবে।
কীভাবে কাজ করবে এই নতুন পদ্ধতি ?
এখন ঠিক যেভাবে এটিএম থেকে টাকা তোলা যায়, একইভাবেই কাজ করবে ইউপিআই। অর্থাৎ একইভাবে ইউপিআইয়ের সাহায্যেও টাকা জমা করা যাবে এটিএমে। এখন কার্ড ছাড়া টাকা তুলতে গেলে আপনাকে যেমন ইউপিআই কার্ডলেস ক্যাশ অপশন বেছে নিতে হয়, তারপর কিউআর কোড স্ক্যান করে ইউপিআই পিন বসিয়ে টাকা তোলা যায়। আর টাকা জমা করার পদ্ধতিও অনেকটা একইরকম হতে চলেছে।
আরও পড়ুন: NSE IPO: এনএসই আইপিও কি শীঘ্রই বাজারে, কী বলছে এক্সচেঞ্জ ?