
HP Mobile Phones
এইচপি বিশ্বের অন্যতম পুরানো ইলেকট্রনিক কোম্পানি। আমেরিকান বহুজাতিক সংস্থা এইচপি-র ১৯৩৯ সালে যাত্রা শুরু হয়েছিল। প্রাথমিকভাবে, সংস্থাটি বৈদ্যুতিন পরীক্ষা এবং পরিমাপের সরঞ্জাম তৈরি করত। ১৯৯৮ সাল থেকে সংস্থাটি প্রিন্টার এবং ল্যাপটপ তৈরিতে গুরুত্ব আরোপ করে। ২০০২ সালে কমপ্যাকের সঙ্গে মিশে যায় এইচপি।
এইচপি ল্যাপটপ এবং কম্পিউটারের বাজারে দুর্দান্ত সাফল্য অর্জন করে। ২০০৭ থেকে ২০১৩ পর্যন্ত এইচপি কম্পিউটার ব্যবসায়ের ক্ষেত্রে বিশ্বে এক নম্বরে ছিল। তবে পরে লেনেভো প্রথম স্থান দখল করে।
এইচপি কম্পিউটার বাজারে জমি শক্ত করার সঙ্গে সঙ্গে স্মার্টফোনও নিয়ে আসে। সংস্থাটি ২০০৪ সালে তাদের প্রথম ফোনটি বাজারে নিয়ে এসেছিল। স্মার্টফোনের সঙ্গে সংস্থাটি ট্যাবলেট বাজারে জায়গা তৈরির চেষ্টা করেছিল। এইচপি অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ উভয় প্ল্যাটফর্মে কাজ করে চলেছে। তবে ২০১৬ সালের পর থেকে সংস্থাটি কোনও নতুন স্মার্টফোন লঞ্চ করেনি।
TV
Appliances
Accessories























