Nokia Mobile Phones

Nokia Mobile Phones

নোকিয়া হ'ল ফিনল্যান্ডের বহুজাতিক টেলিযোগাযোগ কোম্পানি। ১৮৬৫ সালে কোম্পানির যাত্রা শুরু হয়েছিল। নোকিয়া ১৯৯১ সালে প্রথম জিএসএম ফোন চালু করেছিল এবং তা বেশ সফল হয়েছিল। অ্যান্ড্রয়েড অপারেটিং আসার আগে পর্যন্ত নোকিয়া বিশ্বের এক নম্বর মোবাইল কোম্পানি ছিল। ২০১৩ সালে নোকিয়াকে বৃহৎ প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফ্ট কিনে নিয়েছিল। মাইক্রোসফ্ট ২০১৬ পর্যন্ত নোকিয়ার উইন্ডো ভিত্তিক লুমিয়া স্মার্টফোন বাজারে এনেছিল। কিন্তু ২০১৭-তে নোকিয়ার ব্যবসা এইচএমডি গ্লোবাল কিনে নিয়েছিল। আপাতত এইচএমডি গ্লোবাল নোকিয়া নামে স্মার্টফোন ও ফিচার ফোন বাজারে নিয়ে আসছে। নোকিয়া সেই হাতেগোনা কয়েকটি কোম্পানির অন্যতম যারা স্টক অ্যান্ড্রয়েড অপারেটিং সহ তাদের স্মার্টফোন লঞ্চ করে থাকে। সম্প্রতি নোকিয়া তাদের পুরানো জনপ্রিয় ফোন নয়া আঙ্গিকে লঞ্চ করেছে।