
Oppo Mobile Phones
চিনা স্মার্টফোন নির্মাতা ওপ্পো হ'ল বিবিকে ইলেকট্রনিকস কর্পোরেশনের সাব ব্র্যান্ড। বিবিকে ইলেক্ট্রনিক্স ২০০৪-এ ওপ্পো-কে ব্র্যান্ড হিসাবে বাজারে এনেছিল। ওপ্পো ছাড়াও বিবিকে ইলেক্ট্রনিক্স স্মার্টফোন বাজারে ওয়ানপ্লাস, ভিভো, রিয়েলমি, আইকিউওও-র মতো সাব ব্র্যান্ড বাজারে এনেছে।
২০১২ সাল পর থেকে এখনও পর্যন্ত ওপ্পো ১০০ টিরও বেশি স্মার্টফোন বাজারে এনেছে। ২০১৫-র পর থেকে ওপ্পো অফলাইন মার্কেটে তার জোরাল ভিত্তি বজায় রেখেছে। সাম্প্রতিক বছরগুলিতে, ওপ্পো অনলাইন মার্কেটেও তার ভিত্তি মজবুত করেছে। ওপ্পোর স্মার্টফোনগুলি অ্যান্ড্রয়েড ভিত্তিক কালার অপারেটিং সিস্টেমে কাজ করে।
স্মার্টফোন ছাড়াও ডিভিডি প্লেয়ার, অডিও ডিভাইসের জন্য ওপ্পো-র পরিচিতি গড়ে উঠেছে। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে ভারতীয় স্মার্টফোন বাজারে শীর্ষ পাঁচ স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানির মধ্যে ওপ্পো জায়গা করে নিয়েছে।
TV
Appliances
Accessories
































