এক্সপ্লোর
Oppo Phones: ওপ্পো- র কোন স্মার্টফোন সিরিজ এবার আসছে ভারতে? কোন কোন ফোন লঞ্চ হতে চলেছে
Oppo Smartphones: ওপ্পো রেনো ১৬ সিরিজের তিনটি ফোনই ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না।

ছবি সূত্র- এক্স
Source : X
Oppo Phones: ওপ্পো রেনো ১৫ সিরিজ আসছে ভারতে। একথা আগেই শোনা গিয়েছিল। এবার নিশ্চিত ভাবে জানা গেল যে, দেশে আসছে ওপ্পো রেনো ১৫ সিরিজ। এই স্মার্টফোন সিরিজে মোট তিনটি ফোন লঞ্চ হবে। ওপ্পো রেনো ১৫, ওপ্পো রেনো ১৫ প্রো এবং ওপ্পো রেনো ১৫ প্রো মিনি- এই তিনটি মডেল আসতে চলেছে ভারতের স্মার্টফোনের বাজারে। ভারতে লঞ্চের পর এই তিন ফোন অনলাইনে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে বলে জানা গিয়েছে।
ওপ্পো রেনো ১৫ সিরিজের ফোন সম্পর্কে লঞ্চের আগে কী কী তথ্য জানা গিয়েছে, দেখে নিন
- ওপ্পো রেনো ১৫ সিরিজের ফোনে পাওয়া যাবে HoloFusion Technology সাপোর্ট। ওপ্পো রেনো ১৫ ফোনটি লঞ্চ হতে চলেছে গ্লেসিয়ার হোয়াইট, Twilight ব্লু এবং অরোরা ব্লু- এই তিন রঙে।
- ওপ্পো রেনো ১৫ প্রো মিনি ফোনে থাকতে চলেছে ৬.৩২ ইঞ্চির AMOLED ডিসপ্লে। এর চারপাশে থাকবে ১.৬ মিলিমিটার পুরু bezels এবং ফোনের ওজন হবে প্রায় ১৮৭ গ্রাম। ফোনটি ৭.৯৯ মিলিমিটার পুরু হতে পারে।
- ওপ্পো রেনো ১৫ প্রো ফোন ৭.৬৫ মিলিমিটার পুরু হতে পারে। ওজন হতে পারে ২০৫ গ্রামের আশপাশে। অন্যদিকে, ওপ্পো রেনো ১৫ ফোন ৭.৮৯ মিলিমিটার পুরু হতে পারে। আর ওজন হতে পারে প্রায় ১৯৭ গ্রাম।
- ওপ্পো রেনো ১৬ সিরিজের তিনটি ফোনই ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। ওপ্পো রেনো ১৫ ফোনে থাকতে চলেছে এরোস্পেস গ্রেডের অ্যালুমিনিয়াম ফ্রেম। তিনটি ফোনেই ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া যাবে। এই চার্জিং পোর্টে থাকবে প্ল্যাটিনাম কোটিং। এর ফলে চার্জ দেওয়ার সময় কোনওভাবে চার্জারের পিন ওই পোর্টে ঘষা লেগে ক্ষতিগ্রস্ত হবে না।
- ওপ্পো রেনো ১৫ প্রো ফোনে ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে। এর উপর থাকবে Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন লেয়ার। ওপ্পো রেনো ১৫ ফোনে ৬.৫৯ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে বলে জানা গিয়েছে।
- তিনটি ফোনেরই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। তিনটি ফোনের স্ক্রিনেই ইউজাররা পাবেন ফুল এইচডি প্লাস রেজোলিউশনের সাপোর্ট। অর্থাৎ ছবি, ভিডিও দেখা যাবে ঝকঝকে ভাবে।
প্রযুক্তি (Technology) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















