Aadhaar Card: আপনার আধার কার্ড ব্যবহার করছে অন্য কেউ, কীভাবে রক্ষা করবেন?
UIDAI: অনুমতি ছাড়াই আপনার আধার কার্ড (Aadhaar Card) ব্যবহার হতে পারে অন্যত্র। যার ফল ভোগ করতে হবে আপনাকেই।
UIDAI: এই বিষয়গুলি না জানলে বিপদ বাড়তে পারে আপনার। অনুমতি ছাড়াই আপনার আধার কার্ড (Aadhaar Card) ব্যবহার হতে পারে অন্যত্র। যার ফল ভোগ করতে হবে আপনাকেই। জেনে নিন, কীভাবে প্রতারকদের (Cyber Fraud) থেকে রক্ষা করবেন আধার কার্ড।
কেন আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ
ভারতে আধার কার্ড কেবল আপনার পরিচয়পত্র নয়। এখন সব সরকারি সুবিধা পেতে কাজে লাগে এই কার্ড। সেই কারণে আপনি মাস্কড আধার কার্ড ব্যবহার করে প্রতারণা থেকে বাঁচতে পারেন। এই পদ্ধতিতে আপনার কার্ডে পুরো নম্বরটি কেউ দেখতে পারবে না।
UIDAI কী বলছে
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার কার্ড ব্যবহারকারীদের জন্য তথা তাদের নম্বর রক্ষা করতে নতুন ব্যবস্থা চালু করেছে। এই কার্ডের অপব্যবহারের থেকে বাঁচাতে একটি গুরুত্বপূর্ণ গোপনীয়তা বৈশিষ্ট্য চালু করেছে কর্তৃপক্ষ। সরকার 'মাস্কড আধার' ধারণাটি চালু করেছে যা আপনার সংবেদনশীল তথ্য সুরক্ষিত করার জন্য একটি উদ্ভাবনী সমাধান। এর মাধ্যমে আপনি আধার নম্বরের নির্দিষ্ট সংখ্যাগুলিকে গোপন রেখেই যাচাইকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারে।
মাস্কড আধার কীভাবে ব্যবহার করবেন?
আপনি বিভিন্ন উদ্দেশ্যে মাস্কড আধার কার্ড ব্যবহার করতে পারেন, যেমন:
ভ্রমণ: হোটেল চেক-ইন এবং অন্যান্য ভ্রমণ-সম্পর্কিত পরিষেবাগুলির জন্য মাস্কড আধার কার্ড ব্যবহার করা যেতে পারে।
আর্থিক লেনদেন: টাকা লেনদেনের ক্ষেত্রে নিরাপদ যাচাইকরণের জন্য এই কার্ডটি সব নম্বর না দেখিয়েই ব্যবহার করা যায়।
সরকারি পরিষেবা: সরকারি সুবিধা এবং পরিষেবাগুলি পাওয়ার জন্য এই কার্ডটি আপনার আধার কার্ড নম্বরকে রক্ষা করতে পারে।
নিরাপদে থাকতে মাস্কড আধার ভাল বিকল্প
সাইবার হুমকির সংখ্য়া বাড়তে থাকায়, আপনার পরিচয় রক্ষার জন্য সক্রিয় পদক্ষেপ গ্রহণ করা অবশ্যই গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আপনি মাস্কড আধার বেছে নিতে পারেন। যা ভারতে আধার-সম্পর্কিত জালিয়াতির শিকার হওয়া থেকে ঝুঁকি কমাবে।মনে রাখবেন: আপনার আধার একটি মূল্যবান কার্ড। তাই এই নম্বরের বিষয়ে যত্ন নিন। মাস্কড আধার আপনার গোপনীয়তাকে অগ্রাধিকার দেয়।
Offbeat News: মেয়েদের পোশাকের মাপ নিতে পারবে না পুরুষ দর্জিরা , এই রাজ্য়ে শীঘ্রই বড় ঘোষণা ?