Aadhaar Card Expiry: আধার কার্ডেরও থাকে মেয়াদ উত্তীর্ণের তারিখ ? জেনে নিন UIDAI-এর বিশেষ নিয়ম
Aadhaar Card Update: ড্রাইভিং লাইসেন্স ইত্যাদির মতো অনেক আইডি প্রমাণের বৈধতা সময়ে সময়ে পুনর্নবীকরণ করতে হয়। এমন পরিস্থিতিতে মানুষের মনে প্রশ্ন আসে, আধার কার্ডের বৈধতা কত বছর থাকে।
Aadhaar Card Update: বর্তমানে প্রতিটি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয় আধার কার্ড। আধার আজ আর কেবল ভোটের পরিচয়পত্র নয়। স্কুল-কলেজে ভর্তি, সম্পত্তি কেনা, গয়না কেনা-বেচা, ভ্রমণের সময় সবেই আইডি প্রুফ হিসেবে কাজে লাগে এই কার্ড। এ ছাড়াও সরকারি স্কিমের সুবিধা নিতে অবশ্যই দিতে হবে এই নথি। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) দেয় এই কার্ড। যা ১২টি অনন্য সংখ্যার মাধ্যমে সনাক্ত করা হয়।
Aadhaar Card Expiry: ড্রাইভিং লাইসেন্সের মতো রিনিউ করতে হয় আধার কার্ড ?
এই কার্ডটি অন্যান্য আইডি প্রুফ থেকে সম্পূর্ণ আলাদা। কারণ এতে আপনার বায়োমেট্রিক তথ্য নথিভুক্ত করা থাকে। আমরা সকলেই জানি যে রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদির মতো অনেক আইডি প্রমাণের বৈধতা সময়ে সময়ে পুনর্নবীকরণ করতে হয়। এমন পরিস্থিতিতে মানুষের মনে প্রশ্ন আসে, আধার কার্ডের বৈধতা কত বছর থাকে।
Aadhaar Card Expiry: আধার কার্ড কতদিন বৈধ থাকে ?
আমাদের নাম, বয়স, ঠিকানা ইত্যাদির মতো অনেক তথ্যই আধার কার্ডে লিপিবদ্ধ থাকে। এর সঙ্গে প্রত্যেক নাগরিকের বায়োমেট্রিক তথ্যও নথিভুক্ত করা হয় এই কার্ডে। আজকাল প্রতিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আইডি প্রুফ আধার কার্ডের সাথে লিঙ্ক করা হয়। এই পরিস্থিতিতে আধার কার্ড কতদিন বৈধ থাকে তা জানা খুবই গুরুত্বপূর্ণ। নিয়ম বলছে, যতদিন একজন ব্যক্তি বেঁচে থাকেন, তাঁর আধার কার্ডের বৈধতা থাকে। একমাত্র ব্যক্তির মৃত্যুর পরে আত্মীয়রা তা ব্লক করতে পারেন। তাবলে আপনি এই কার্ড সারেন্ডার করতে পারবেন না।
Blue Aadhaar Card : নীল আধার কার্ডের বৈধতা
UIDAI ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য নীল আধার কার্ড দিচ্ছে। এই কার্ডে শিশুর যাবতীয় তথ্য লিপিবদ্ধ থাকে। তবে বায়োমেট্রিক তথ্য এতে লিপিবদ্ধ থাকে না। ৫ বছর পূর্ণ হওয়ার পরে শিশুর বায়োমেট্রিক তথ্য এতে যোগ করা হয়। এরপরই তা সাধারণ আধার কার্ডে রূপান্তরিত হয়।
Aadhaar Card Expiry: এইভাবে আধার কার্ডের নম্বর যাচাই করুন
প্রথমে আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন।
এরপর 'আধার সার্ভিসেস' অপশনে ক্লিক করুন।
ভেরিফাই আধার নম্বর অপশনে ক্লিক করুন।
এবার একটি পৃষ্ঠা খুলবে যেখানে ১২ সংখ্যার আধার নম্বর লিখতে হবে।
এই কাজ শেষ হলে সিকিউরিটি কোড লিখুন।
এখানে ভেরিফাই অপশনে ক্লিক করুন।
আধার নম্বর বৈধ হলে আধার নম্বর দেখতে পাবেন।
অবৈধ আধার নম্বর হলে আপনি সবুজ রঙের চিহ্ন দেখতে পাবেন।