(Source: Poll of Polls)
Adani Group Stock Crash: ঘুরে দাঁড়াল আদানি গোষ্ঠীর স্টক, তিন শেয়ারে দুরন্ত গতি
Share Market Update: টানা পতন থেকে বিরতি। শুক্রবার ঘুরে দাঁড়াল আদানি গোষ্ঠীর একাধিক স্টক (Adani Group Stock)। আদানি পোর্ট, এন্টাপ্রাইজ ছাড়াও দুরন্ত গতি দেখা গিয়েছে অম্বুজা সিমেন্টে।
Sahre Market Update: টানা পতন থেকে বিরতি। শুক্রবার ঘুরে দাঁড়াল আদানি গোষ্ঠীর একাধিক স্টক (Adani Group Stock)। আদানি পোর্ট, এন্টাপ্রাইজ ছাড়াও দুরন্ত গতি দেখা গিয়েছে অম্বুজা সিমেন্টে। তবে কিছু স্টকে এখনও ধস থামেনি।
Adani Group Stock Crash: আজ উত্থান আদানির এই স্টকগুলিতে
আজ সকাল থেকেই পতন জারি ছিল আদানি গোষ্ঠীর বেশিরভাগ স্টকে। তবে দুপুরের দিকে হঠাৎ বদলে যায় পরিস্থিতি। দিনের শেষে আদানি এন্টারপ্রাইজ ১.৩৮ শতাংশ ওপরে দৌড় থামায়। স্টকের দাম দাঁড়ায় ১৫৮৬.৮০ টাকা। একই অবস্থা হয়, আদানি পোর্টের। যেখানে ৭.৮৭ শতাংশ দুরন্ত লাফ দেখা যায়। স্টক ৪৯৮.৮৫ টাকায় থামে। পিছিয়ে থাকেনি অম্বুজা সিমেন্ট। ৫.৯৭ শতাংশ বেড়ে ৩৭৩.৬০ টাকায় আজ বাজারে দৌড় শেষ করে এই স্টক।
Stock Market Today: আজও ধস জারি আদানির এই স্টকগুলিতে
তবে আদানি গোষ্ঠীর সব স্টকে আজ উত্থান দেখা যায়নি। ধসের ব্রিগেডে নাম লিখিয়েছে আদানি উইলমার, আদানি ট্রান্সমিশন,আদানি পাওয়ার ছাড়াও আদানি গ্রিন স্টক। এদের মধ্য়ে আদানি গ্রিন ১০ শতাংশ, আদানি ট্রান্সমিশন ১০ শতাংশ, আদানি উইলমার ৫ ও আদানি পাওয়ার ৫ শতাংশ পড়েছে। এই সবকটা স্টকেই লোয়ার সার্কিট লেগেছে।
Sahre Market Update: ক্লোজিংয়ের সময় কেমন ছিল মার্কেট ?
গত কয়েকদিনের অস্থিরতার পর আজ সবুজে দৌড় শেষ করে ভারতীয় শেয়ার বাজার। শেষবেলায় দুরন্ত গতি দেখা যায় নিফটি সেনসেক্সে। আজ নিফটি ১৭৮৫৪.০৫ বা ১.৩৮ শতাংশ ওপরে বন্ধ হয়। পিছিয়ে থাকেনি সেনসেক্স, আরও বেশি পয়েন্ট ওঠে দালাল স্ট্রিটের এই সূচক। ১.৫২ শতাংশ বেড়ে ৬০,৮৪১.৮৮ পয়েন্টে বন্ধ হয় বম্বে স্টক এক্সচেঞ্জের এই সূচক।
সকালে বাজার খুলতেই তাদের শেয়ারের দর প্রায় ২৫ শতাংশ কমে (25 Percent Share Price Down) যায় যার পরিমাণ ছিল ৩৯১.৩০ টাকা। সকালের দিকে আদানি এন্টারপ্রাইজের (Adani Enterprise Share) শেয়ারের দর দাঁড়ায় ১১৭৩.৯৫ টাকায়।
সকালে শেয়ারবাজার খুলতে না খুলতেই টালমাটাল শুরু হয়ে যায় আদানি গোষ্ঠীর সবকটি স্টকে। ফের ২৫ শতাংশ ধাক্কা লাগে আদানি এন্টারপ্রাইজের শেয়ারদরে। বস্তুত, গত ২৪ ঘণ্টা যাবৎই গৌতম আদানির নেতৃত্বাধীন সংস্থাটির শেয়ারদরে রক্তক্ষরণ চলছে। সার্বিক ধাক্কায় বৃহস্পতিবার পর্যন্ত ১০ হাজার কোটি ডলারেরও বেশি মার্কেট ভ্য়ালু খুইয়েছে তারা। কিন্তু তার পরেও লাগাম পরানো যায়নি রক্তক্ষরণে। শেয়ার বাজার নিয়ে যাঁরা নাড়াচাড়া করেন, তাঁদের বিশ্লেষণ এর নেপথ্য়ে মূল কারণ হিন্ডেনবার্গ রিপোর্ট।
Perfume IED: সাবধান ! সুগন্ধি খুললেই হবে বিস্ফোরণ ? আইইডি পারফিউম বানাচ্ছে জঙ্গিরা