Adani Group Stocks: ১০ হাজার কোটির নিচে আদানি গ্রুপের মার্কেট ক্যাপ ! ১৩,৬০০ কোটির ক্ষতি
Share Market: থামছে না আর্থিক লোকসানের সংখ্যা। আদানি গ্রুপের কোম্পানিগুলোর বাজার মূলধন ১০ হাজার কোটির নিচে নেমে গেছে।
Share Market: থামছে না আর্থিক লোকসানের সংখ্যা। আদানি গ্রুপের কোম্পানিগুলোর বাজার মূলধন ১০ হাজার কোটির নিচে নেমে গেছে। গত ২৪ জানুয়ারি আমেরিকার শর্ট সেলিং সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্টের জেরে বড় ধাক্কা খায় আদানি গ্রুপের স্টক। তারপর থেকে এই গ্রুপের শেয়ারে ১৮টি ট্রেডিং সেশনে ক্রমাগত পতন চলছে।
Adani Group Stocks: মার্কেট ক্যাপ ১৩,৬০০ কোটি কমেছে
ব্লুমবার্গের রিপোর্ট বলছে, আদানি গ্রুপের বিরুদ্ধে হিন্ডেনবার্গের প্রতিবেদন প্রকাশ্যে আসার পর থেকে শেয়ারবাজারে আদানি গ্রুপের তালিকাভুক্ত সংস্থাগুলির মার্কেট ক্যাপ ১৩,৬০০ কোটি কমেছে। ১৮ দিন পরও গ্রুপের অনেক কোম্পানির শেয়ারে লোয়ার সার্কিট লাগছে। হিন্ডেনবার্গ তার প্রতিবেদনে আদানি গোষ্ঠীকে কোম্পানির শেয়ারের দাম প্রভাবিত করার জন্য অভিযুক্ত করেছে। তারপর থেকেই এই পতন অব্যাহত।
Stock Market Update: স্টক ৪০ থেকে ৮০ শতাংশ কমেছে !
হিন্ডেনবার্গের রিপোর্ট সামনে আসার পর তাসের ঘরের মতো পড়েছিল আদানি গোষ্ঠীর কোম্পানির শেয়ার। গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজেসকে তার ২০ হাজার কোটি টাকার FPO প্রত্যাহার করতে হয়েছিল। আদানি এন্টারপ্রাইজের স্টক সর্বোচ্চ থেকে ৬২ শতাংশ নেমে এসেছে। স্টকটি সর্বোচ্চ ৪১৯০ টাকায় গিয়েছিল। যা এখন ১৫৯৪ টাকায় ট্রেড করছে। হিন্ডেনবার্গের রিপোর্ট আসার পর, স্টকটি ১০১৭ টাকায় নেমে গিয়েছিল।
Adani Group Stocks: ১৮ দিনে ৮০ শতাংশ পড়েছে শেয়ারগুলি
আদানি টোটাল গ্যাসের শেয়ার সর্বোচ্চ ৪০০০ টাকায় পৌঁছেছিল। এখন শেয়ারটি ৮৭৭ টাকায় লেনদেন করছে। অর্থাৎ এই কোম্পানির স্টক ৭৮ শতাংশ পর্যন্ত কমেছে। আদানি ট্রান্সমিশনের শেয়ার ৪২৩৭ টাকার উচ্চতায় উঠে গেছিল, যা এখন লোয়ার সার্কিটের সঙ্গে ৮৩১ টাকায় লেনদেন করছে। পরিসংখ্যান বলছে, আদানি ট্রান্সমিশনের শেয়ার ৮০ শতাংশ উচ্চতা থেকে নেমে এসেছে। পাশাপাশি আদানি গ্রিন এনার্জির শেয়ার সর্বোচ্চ ৩০৫০ টাকায় উঠে গিয়েছিল, যা এখন ৫৬৭ টাকায় লেনদেন করছে। অর্থাৎ, স্টকটি তার সর্বোচ্চ পয়েন্ট থেকে ৮১ শতাংশ নিচে নেমে এসেছে।
Share Market: আদানি পাওয়ার ও আদানি উইলমারেরও একই অবস্থা
আদানি উইলমারের শেয়ার তালিকাভুক্তির পর ৮৭৮ টাকার উচ্চতায় পৌঁছে গিয়েছিল, যা এখন ৪৩০ টাকায় ট্রেড করছে। এই স্টকটি তার উচ্চতা থেকে ৫১ শতাংস কমে গেছে। ৪৩২ টাকার উচ্চতার পরে আদানি পাওয়ারের স্টক এখন ৬০ শতাংশ কমে ১৭১ টাকায় ট্রেড করছে। এক সময় আদানি পোর্টের স্টক ৯৮৭ টাকার লেভেলে চলে গিয়েছিল, যা এখন ৫৮৫ টাকায় ট্রেড করছে।
আদানি পোর্টের স্টকও ৪০ শতাংশ কমেছে। তবে নিম্ন স্তর থেকে আদানি উইলমার, আদানি পাওয়ার ও আদানি পোর্টের শেয়ারে কিছুটা গতি দেখা গেছে। আদানি গ্রুপ গত কয়েক মাসে অম্বুজা সিমেন্ট, এসিসি ও এনডিটিভি কিনেছে। হিন্ডেনবার্গের রিপোর্টের জেরে এসব কোম্পানির শেয়ারও ব্যাপকভাবে পড়ে গেছে।
আরও পড়ুন : Adani Group: ভরসা পাচ্ছে না 'দুনিয়া' ! আদানিদের আরও ঋণ দেবে এই ব্যাঙ্ক