Adani Group Stocks: ফের চিন্তা বাড়াল আদানি গ্রুপের শেয়ার ! লোয়ার সার্কিটে বন্ধ ৪টি কোম্পানির স্টক
Share Market Update: ঘুরে দাঁড়িয়েও ফের চিন্তা বাড়াচ্ছে আদানি গ্রুপের স্টক। হিন্ডেনবার্গ রিপোর্টের পর ক্রমাগত ধস দেখেছে আদানি গ্রুপের বিনিয়োগকারীরা।
Share Market Update: ঘুরে দাঁড়িয়েও ফের চিন্তা বাড়াচ্ছে আদানি গ্রুপের স্টক। হিন্ডেনবার্গ রিপোর্টের পর ক্রমাগত ধস দেখেছে আদানি গ্রুপের বিনিয়োগকারীরা। যদিও গত সপ্তাহে সেই ঝটকা অনেকটাই সামলে উঠেছিল গৌতম আদানির সংস্থা। এবার ফের পতনের দিকে দৌড়চ্ছে আদানিদের সংস্থাগুলি। মঙ্গলবার লোয়ার সার্কিটে বন্ধ হয়েছে আদানি গোষ্ঠীর ৪টি কোম্পানির স্টক।
Adani Group Stocks: আজ কী অবস্থা হয়েছে আদানিদের স্টকে ?
মঙ্গলবারের ট্রেডিং সেশনে আদানি গ্রুপের শেয়ারে ফের ধস নামে। গত কয়েকদিন ধরেই চলছে এই ট্রেন্ড। এদিন আদানি গ্রুপের শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০টি কোম্পানির মধ্যে ৪টি কোম্পানির শেয়ার লোয়ার সার্কিটে বন্ধ হয়েছে। অন্যান্য কোম্পানির শেয়ারও কমেছে। শেয়ারবাজারে ব্যাপক পতনের প্রভাব পড়েছে গ্রুপটির শেয়ারে।
Stock Market Update: কোন স্টকে কী পতন ?
আদানি গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজের স্টক আজকের সেশনে বড় পতন হয়েছে। এক সময়ে স্টকটি 10 শতাংশের বেশি কমে গিয়েছিল। যদিও শেয়ার বাজার বন্ধের সময় স্টকটি 7.27 শতাংশ কমেছে । এদিন 1738 টাকায় বন্ধ হয়েছে স্টকটি। আদানি পোর্টসের শেয়ার 3.92 শতাংশ কমে 654 টাকায় দৌড় থামিয়েছে।
Adani Group Stocks Crash:এদিকে আদানি ট্রান্সমিশন, আদানি টোটাল গ্যাস, আদানি পাওয়ার ও এনডিটিভির শেয়ারগুলি 5 শতাংশের লোয়ার সার্কিট ছুঁয়েছে। আদানি উইলমারের শেয়ার 4.94 শতাংশ কমে 414 টাকায় বন্ধ হয়েছে আজ। ACC-এর শেয়ার 1.79 শতাংশ ও গুজরাত অম্বুজায় 3.97 শতাংশ হ্রাস লক্ষ্য করা গেছে। সর্বনিম্ন পতন ছিল আদানি গ্রিন এনার্জির স্টকে, যা 1.49 শতাংশ পতনের সঙ্গে 706 টাকায় বন্ধ হয়েছে। বর্তমানে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হিন্ডেনবার্গের অভিযোগের তদন্তের জন্য জেপিসি-র দাবির বিষয়টি সংসদে গতি পাচ্ছে। মনে কারা হচ্ছে, সেই কারণে শেয়ারের ওপরও চাপ বাড়ছে।
RBI Update: হিন্ডেনবার্গ রিপোর্টের পরই এই নজরদারি
গত ২৪ জানুয়ারি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক হিসাবে কারচুপির অভিযোগ আনে শর্ট সেলিং সংস্থা হিন্ডেনবার্গ। এই কোম্পানির গবেষণা রিপোর্ট সামনে আসার পরই ধস নামে আদানি গোষ্ঠীর শেয়ারে। রিপোর্টে বলা হয়, ব্যাঙ্কগুলিতে সর্বাধিক বকেয়া ঋণ রয়েছে আদানিদের৷ যা শোধ করতে পারবে না কোম্পানি।
এরপরই ৮৫ শতাংশ স্টকে ধস নামে আদানিদের। যা নিয়ে বিরোধীদের প্রশ্নবাণের মুখে পড়তে হয় মোদি সরকারকে। এবার সেই কারণেই আরবিআই ব্যাঙ্কঋণ নেওয়া ২০ উদ্যোগপতির ওপর নজর রাখছে।
Train Fare Concession : ট্রেনের ভাড়ায় প্রবীণ নাগরিকরা পাবেন ছাড় ? ভারতীয় রেলে নতুন আপডেট