১০০ টাকার থেকেও কম দামের সেরা প্রি-পেড প্ল্যানগুলি জানেন কি?
তালিকায় আপনার প্রয়োজন ও দাম অনুযায়ী পছেন্দের প্ল্যান ঠিক পেয়েই যাবেন...
নয়াদিল্লি: গ্রাহকদের জন্য আকর্ষণীয় একাধিক প্রি-পেইড প্ল্যান নিয়ে এসেছে টেলিকম সংস্থাগুলি। সেই তালিকায় আপনার প্রয়োজন ও দাম অনুযায়ী পছেন্দের প্ল্যান ঠিক পেয়েই যাবেন। এখানে বলা হল, ১০০ টাকার থেকেও কম দামে পাওয়া সেরা প্ল্যানগুলির সম্বন্ধে, যা আপনার পছন্দ হবেই।
এয়ারটেলের ১০০ টাকার কম বেস্ট প্ল্যান
এই সংস্থার সবচেয়ে সস্তা প্ল্যান হল ১৯ টাকার, যেখানে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং-এর সাথে ২০০ এমবি ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। এর ভ্যালিডিটি ২ দিন। এছাড়া রয়েছে ৭৯ টাকার প্ল্যানের স্মার্ট রিচার্জ। এছাড়া রয়েছে ৪৯ টাকার প্ল্যান যেখানে সাড়ে ৩৮ টাকার টকটাইম পাওয়া যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের। এছাড়া এই প্ল্যানে ১০০ এমবি ইন্টারনেট ডেটা পাওয়া যায়।
রিলায়েন্স জিও-র ১০০ টাকার কম বেস্ট প্ল্যান
জিও-র ২১ টাকার প্ল্যানে ২ জিবি ডেটা এবং জিও থেকে অন্য নেটওয়ার্কে ফোন করতে ২০০ মিনিটের টকটাইম পাওয়া যায়। এছাড়া, ৫১ টাকার প্ল্যানে ৬ জিবি ডেটা এবং জিও থেকে অন্য নেটওয়ার্কে ৫০০ মিনিট টকটাইম পাওয়া যায়। আবার ৭৫ টাকার প্ল্যানে ৩ জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের। এছাড়া, এই প্ল্যানে প্রতিদিন ৫০০ এসএমএস বিনামূল্যে পাওয়া যায়। এই প্ল্যানে জিও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং অন্য নেটওয়ার্কে ৫০০ মিনিট টকটাইম দেওয়া হয়েছে।
ভোডাফোনের ১০০ টাকার কম বেস্ট প্ল্যান
এই সংস্থার ১৯ টাকার প্ল্যানে ২০০ এমবি ডেটা পাওয়া যায়। এছাড়া, ভোডাফোন প্লে-র সাবস্ক্রিপশন মিলবে। এর ভ্যালিডিটি ২ দিন।