Amazon Great Indian Festival Sale: HDFC গ্রাহকদের জন্য বড় সুযোগ, অ্যামাজনে কেনাকাটায় অতিরিক্ত ছাড় ঘোষণা
গ্রাহকরা HDFC কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পেয়ে যাবেন। এর সঙ্গে থাকছে অতিরিক্ত আরও ছাড়।
নয়া দিল্লি: অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল চলছে ৩ অক্টোবর থেকে। সেই বিষয়টি মাথায় রেখে গ্রাহকদের জন্য এবার আরও বড় সুযোগ নিয়ে আসল এইচডিএফসি (HDFC)ব্যাঙ্ক। এই সেলে রয়েছে দুর্দান্ত সব ছাড় এবং ক্যাশব্যাক অফার। এছাড়াও রয়েছে ফ্রি ডেলিভারি এবং পুরনো প্রোডাক্ট এক্সচেঞ্জের সুবিধা।
সেল নিয়ে জানতে ক্লিক করুন ; অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল
Amazon Sale 2021 -এ গ্রাহকদের সুবিধার্থে HDFC ব্যাঙ্কের সঙ্গে জোট বেঁধেছে কোম্পানি। যেখানে গ্রাহকরা HDFC কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পেয়ে যাবেন। তবে এবার সেই ১০ শতাংশের অফার ফের নিতে পারবেন গ্রাহকরা। নিয়ম অনুসারে, যে সব গ্রাহকরা ইতিমধ্যেই তাঁদের এইচডিএফসি কার্ড ব্যবহার করে ১০ শতাংশ অতিরিক্ত ছাড় পেয়েছেন তাঁরা এই সেলে দ্বিতীয়বার কেনাকাটি করার সময় একই ছাড় পাবেন না। যদিও সেই নিয়মে বদল আনা হল এবার।
গ্রাহকদের কথায় মাথায় রেখে ছাড়ের ক্ষেত্রে আরেকটি সুযোগ দিল HDFC ব্যাঙ্ক। তাঁরা জানিয়েছে যে দ্বিতীয়বারের জন্যও গ্রাহকরা এই ১০ শতাংশের সুবিধা নিতে পারবেন। আবার যারা লেনদেন করেননি তাঁদের জন্যও HDFC ব্যাঙ্কের ১০ শতাংশ ছাড় প্রযোজ্য রয়েছে।
কী অফার দিচ্ছে ব্যাঙ্ক ?
গ্রাহকদের ন্যূনতম ৫ হাজার টাকা কেনাকাটির ওপর ১০ শতাংশ অর্থাৎ ১৫০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়ার কথা জানিয়েছিল ব্যাঙ্ক। এই ছাড় ২ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বহাল রাখা হয়েছে। কেউ যদি ২ তারিখ থেকে ৪ তারিখের মধ্যে এই ১০ শতাংশ ছাড়ের সুবিধা পেয়ে থাকেন, তাহলে ৫ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত কেনাকাটি করলেও ফের এই ছাড় পাবেন, এমনটাই জানান হল।
অ্যামাজনের সেলে কী অফার দিচ্ছে HDFC Bank, জেনে নিন এক ক্লিকে
প্রসঙ্গত, অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে নানা প্রোডাক্টের ওপর একাধিক ছাড় রয়েছে। অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ল্যাপটপগুলিতে প্রচুর পরিমাণে ছাড় দিচ্ছে এই ই-কমার্স জায়ান্ট। তাই আপনি যদি কম বাজেটের মধ্যে নতুন ল্যাপটপ কিনতে চান, তাহলে দেখতেই পারেন অ্যামাজনের সেলে। এছাড়াও স্মার্ট ওয়াচ, ব্র্যান্ডেড কাপড়, হেডফোন , টিভি, ফোন, জুতো থেকে একাধিক পণ্যে ৯০ শতাংশ পর্যন্তও ছাড় রয়েছে।