(Source: Poll of Polls)
Amazon Prime Day Sale 2021: কাল থেকে শুরু অ্য়ামাজন প্রাইম ডে সেল, সুযোগ কাজে লাগাবেন কীভাবে ?
২৬ জুলাই থেকে শুরু হচ্ছে অ্যামাজন প্রাইম ডে সেল। দুই দিন চলবে সেল। অর্থাৎ ২৭ তারিখে শেষ হচ্ছে।
নয়া দিল্লি : আগামীকাল, ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে অ্যামাজন প্রাইম ডে সেল। দুই দিন চলবে সেল। অর্থাৎ ২৭ তারিখে শেষ হচ্ছে। এই সময়ে অ্যামাজন প্রাইমের সদস্যরা একাধিক প্রোডাক্টে পাবেন ডিসকাউন্ট ও বিশেষ অফার। আগামীকাল থেকে ৪৮ ঘণ্টার জন্য এবছরের অ্যামাজন প্রাইম ডে সেলে ৭৫ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। এই সুযোগ কাজে লাগাতে ক্রেতাদের কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। এক্ষেত্রে কয়েকটি টিপস ও কৌশল দেওয়া হল যা আপনাদের অ্যামাজন প্রাইম ডে সেলে কাজে লাগবে।
ব্যাঙ্ক ডিসকাউন্ট
অ্যামাজন প্রাইম ডে সেলে কয়েকটি প্রোডাক্টের ক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্ক কার্ড ও ইএমআই-এর মাধ্যমে লেনদেনে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে সঙ্গে সঙ্গে। তবে মনে রাখবেন, এই ছাড় সীমিত।
জনপ্রিয় প্রোডাক্টগুলির জন্য বেশি অপেক্ষা করবেন না
ফোন, ইলেট্রনিক আইটেমের মতো জনপ্রিয় প্রোডাক্টগুলির ক্ষেত্রে দাম বেশি কমার অপেক্ষা করবেন না। কারণ, যে সব জনপ্রিয় প্রোডাক্টে ছাড় দেওয়া হয়, তা সীমিত সংখ্যায় রাখা হয়। কাজেই এসব ক্ষেত্রে কয়েক ঘণ্টার মধ্যেই প্রোডাক্ট আউট অফ স্টক হয়ে যায় বা দাম বেড়ে যায়।
নোটিফিকেশন অন রাখুন
অ্যামাজন অ্যাপে যাতে নোটিফিকেশন অন থাকে সেদিকে খেয়াল রাখুন। সেটিংসে গিয়ে নোটিফিকেশন অন করুন। যেসব প্রোডাক্টের প্রতি আপনার আগ্রহ আছে সেইসব ক্ষেত্রে নোটিফিকেশন পাওয়ার জন্য পারসোনালাইজড নোটিফিকেশন সিলেক্ট করুন।
ওয়েবসাইট চেক করুন
অ্যামাজন ইতিমধ্যেই সেইসব প্রোডাক্ট ও ক্যাটেগরি তালিকাভুক্ত করে ফেলেছ যাতে প্রচুর ছাড় দেওয়া হবে। তাই ওয়েবসাইটে ঢুঁ মারুন। বিভিন্ন প্রোডাক্ট ও ছাড় খতিয়ে দেখুন।
অ্যামাজন পে ডিসকাউন্ট
অ্যামাজন পে অ্যাকাউন্টে টাকা অ্যাড করুন। অ্যামাজন কার্ড ব্যালেন্সের মাধ্যমে বা অ্যামাজন পে-তে ইউপিআই করলে বিশেষ সুযোগ পেতে পারেন।
অ্যামাজন অ্য়াসিস্ট্যান্টেরও সুযোগ নিতে পারেন
যদি অ্যাপ থেকে কোন প্রোডাক্ট না কেনেন, তাহলে তথ্য পাওয়ার জন্য অ্য়ামাজন অ্যাসিস্ট্যান্ট ডাউনলোড করতে পারেন। এটা আপনাকে দামের তুলনা, নতুন আইটেম খুঁজতে সাহায্য করবে।