Amul in the US: গুজরাত থেকে Amul এবার আমেরিকার বাজারে, আগামী সপ্তাহ থেকেই বিক্রি
Amul Milk in US: গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের তরফে জানানো হয়েছে, আমেরিকায় বসবাসকারী প্রবাসী ভারতীয় এবং এশীয় নাগরিকদের জন্যই সেদেশের বাজারে Amul-এর পদার্পণ।
![Amul in the US: গুজরাত থেকে Amul এবার আমেরিকার বাজারে, আগামী সপ্তাহ থেকেই বিক্রি Amul all set to launch fresh milk in the US market Amul in the US: গুজরাত থেকে Amul এবার আমেরিকার বাজারে, আগামী সপ্তাহ থেকেই বিক্রি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/26/ad143d7a4b7c1e939408a2491c75cb501711439783682338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ভারতের দুগ্ধ সংস্থার পসার এবার বিদেশের মাটিতেও। আমেরিকার বাজারে এবারে কিনতে পাওয়া যাবে Amul-এর দুধ। গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF)-এর তরফে Amul-কে আমেরিকায় নিয়ে যাওয়া হল। আগামী এস সপ্তাহের মধ্যেই আমেরিকার বাজারে পা রাখছে Amul. (Amul in the US)
গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের তরফে জানানো হয়েছে, আমেরিকায় বসবাসকারী প্রবাসী ভারতীয় এবং এশীয় নাগরিকদের জন্যই সেদেশের বাজারে Amul-এর পদার্পণ। আগামী এক সপ্তাহের মধ্যে আমেরিকার বাজারে চার ধরনের দুধ নিয়ে হাজির হচ্ছে Amul. এই প্রথম ভারতের বাইরে, সরাসরি বিদেশের বাজারে Amul-এর তাজা দুধ বিক্রিতে উদ্যোগী হল গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন। (Amul Milk in US)
Amul-এর পরিচালনার দায়িত্বে রয়েছে গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন। সংগঠনের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা বলেন, "আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমেরিকার বাজারে নিজেদের তাজা দুধ এবং দুগ্ধজাত পণ্য নিয়ে হাজির হচ্ছে Amul." আমেরিকার বাজারে Amul-এর পণ্য পৌঁছে দিতে সেখানকার ১০৮ বছরের ডেয়ারি সমবায় সংগঠন মিশিগান প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (MMPA)-কে পাশে পেয়েছে গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন।
আরও পড়ুন: Bank Holidays In April 2024: গেলেও কাজ হবে না, এপ্রিলে মোট ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দুধ সংগ্রহ এবং প্রক্রিয়াকরণের কাজটি করবে মিশিগান প্রডিউসার্স অ্যাসোসিয়েশন। আমেরিকার বাজারে Amul-এর তাজা দুধ পৌঁছে দিতে প্রচার, বিজ্ঞাপন, এবং ব্র্যান্ডিং সংক্রান্ত যাবতীয় বিষয়গুলি দেখবে গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন। তবে তাঁদের রেসিপি অনুযায়ীই দুগ্ধজাত পণ্য তৈরি করে আমেরিকার বাজারে বিক্রি হবে বলে জানিয়েছেন জয়েন।
জয়েন জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে আমেরিকার বাজারে Amul Taaza, Amul Gold, Amul Shakti এবং Amul Slim-n-Trim দুধ কিনতে পাওয়া যাবে। নিউইয়র্ক, নিউ জার্সি, শিকাগো, ওয়াশিংটন, ডালাস, টেক্সাস-সহ বিভিন্ন প্রদেশে কিনতে পাওয়া যাবে Amul-এর পণ্য। আগামী দিনে Amul পনির, দই, ঘোলও আমেরিকার বাজারে বিক্রির লক্ষ্য রয়েছে। এই মুহূর্তে পৃথিবীর প্রায় ৫০টি দেশে Amul-এর পণ্য রফতানি হয়।
গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন জানিয়েছে, প্রবাসী ভারতীয় এবং এশীয় নাগরিকদের আপাতত প্রাধান্য দেওয়া হবে। পরবর্তী তিন-চার মাসের জন্য প্রচার এবং ব্র্যান্ডিং-এ জোর দেওয়া হচ্ছে। সেখান অর্থবর্ষে থেকে ভাল সাড়া মিলবে বলেও আশাবাদী তারা। ২০২২-’২৩ অর্থবর্ষে গুজরাত কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশনের আয় ছিল ৫৫০০০ কোটি টাকা, যা তার আগের অর্থবর্ষের তুলনায় ১৮.৫ শতাংশ বেশি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)