Anant Ambani Viral Video : বিক্রির জন্য যাচ্ছিল ২৫০ মুরগি, দেখেই গাড়ি থামালেন অনন্ত অম্বানি, তারপর কী হল ?
Viral Video : তারপর যা হল, দেখে অবাক হবেন আপনিও। ভাইরাল ভিডিয়ো (Viral Video) ঘুরছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

Viral Video : পদযাত্রায় মানবিক মুখ ! ফের খবরের শিরোনামে ধনকুবের মুকেশ অম্বানির (Mukesh Ambani) ছেলে অনন্ত অম্বানি (Anant Ambani)। পদযাত্রায় মুরগি ভর্তি ট্রাক দেখেই গাড়ি থামালেন তিনি। তারপর যা হল, দেখে অবাক হবেন আপনিও। ভাইরাল ভিডিয়ো (Viral Video) ঘুরছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।
বর্তমানে খবরের শিরোনামে রয়েছে অনন্ত
সম্প্রতি জামনগর থেকে দ্বারকা পর্যন্ত 140 কিলোমিটার দীর্ঘ পদযাত্রার জন্য খবরে রয়েছেন অনন্ত অম্বানি। তবে এই যাত্রার মধ্যেই এমন একটি খবর বেরিয়ে এসেছে, যা সবাইকে চমকে দিয়েছে। আসলে যাত্রার সময় অনন্ত অম্বানি দ্বিগুণ দাম দিয়ে প্রায় 250টি মুরগি কিনেছেন। জেনে নিন, কী কারণে এই কাজ করেছেন তিনি।
মুরগি বাঁচাতে অভিনব উদ্যোগ
আসলে, হাঁটার সময় অনন্ত অম্বানি দেখেন একটি ট্রাকে করে 250টি মুরগি কসাইখানায় নিয়ে যাওয়া হচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে ওই গাড়ি থামিয়ে চালকের সঙ্গে কথা বলেন। শেষে দ্বিগুণ দাম দিয়ে মুরগিগুলি কিনে নেন তিন। এর পর তিনি বলেন, এখন আমরা ওদের পালন করব। মুরগি হাতে নিয়ে এগিয়ে যাওয়ার সময় ‘জয় দ্বারকাধীশ’ ধ্বনি দেন অনন্ত।
ধর্মীয় স্থানে আশীর্বাদ নিতেই যাত্রা
দৈনিক ভাস্করের প্রতিবেদন অনুসারে, অনন্তের যাত্রার পঞ্চম দিনে তিনি ভাদ্রা গ্রামের কাছে বিশ্বনাথ বেদ সংস্কৃত পাঠশালায় পৌঁছেছিলেনয়। যেখানে তিনি প্রতিষ্ঠাতা মাগনভাই রাজ্যগুরুর পা ছুঁয়ে তাঁর আশীর্বাদ নেন। এরপর খাম্বালিয়ার ফুলিয়া হনুমান মন্দিরে ভরতদাস বাপু তাঁকে শাল পরিয়ে স্বাগত জানান। বাপু অনন্তকে ভগবান দ্বারকাধীশের একটি ছবি উপহার দিয়েছিলেন, যা তিনি আশীর্বাদ হিসাবে গ্রহণ করেন।
10 এপ্রিল দ্বারকায় জন্মদিন পালন করবেন অনন্ত
অনন্ত আম্বানি ২৮ মার্চ জামনগরের মতি খাবড়ি থেকে তার যাত্রা শুরু করেন। 10 এপ্রিল দ্বারকায় তার 30 তম জন্মদিন উদযাপন করবেন অনন্ত। তাঁর পদযাত্রায় যাতে লোকের অসুবিধা না হয়, তাই রাতেই ভ্রমণ করছেন তিনি।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অনন্ত বলেন, "যেকোনও কাজ শুরু করার আগে আমি সর্বদা ভগবান দ্বারকাধীশকে স্মরণ করি। তরুণদের কাছে আমার বার্তা হল ঈশ্বরে বিশ্বাস রাখুন, কারণ যেখানে ঈশ্বর আছেন, সেখানে চিন্তার কিছু নেই।"
বন্যপ্রাণী সংরক্ষণে বড় উদ্য়োগ অনন্তর
অনন্ত আম্বানি তার প্রকল্প "ভানতারা"-র মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণে সক্রিয়। কেন্দ্রীয় সরকার সম্প্রতি তাকে পশু কল্যাণের জন্য "প্রাণী মিত্র রাষ্ট্রীয় পুরস্কার"দিয়েছে। ভানতারায় 2000টিরও বেশি প্রজাতির দেড় লাখেরও বেশি প্রাণী উদ্ধার করে রাখা হয়েছে। এবার মুরগি বাঁচিয়ে নিজের মানবিক দিক তুলে ধরলেন দেশের সবথেকে বড় শিল্পপতি ছেলে।
(ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ বাংলা)






















