Ananya Birla: গান ছেড়ে এবার অন্য কাজ, বিড়লা পরিবারের কন্যা ধরছেন এই 'ব্যাটন'
Business News: কী বলেছেন আদিত্য বিড়লা গ্রুপের (Aditya Birla Group) চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লার (Chairman Kumar Mangalam Birla) কন্যা অনন্যা বিড়লা (Ananya Birla) ?
Business News: অতীতে এটাই ছিল তাঁর প্রথম শখ। যদিও এবার শখ ছেড়ে অন্য লক্ষ্য নিয়েছেন তিনি। সম্প্রতি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সেই কথা। কী বলেছেন আদিত্য বিড়লা গ্রুপের (Aditya Birla Group) চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লার ( Kumar Mangalam Birla) কন্যা অনন্যা বিড়লা (Ananya Birla) ?
নতুন ব্যাটন ধরবেন অনন্যা
সামাজিক মাধ্যমে বিড়লা পরিবারের সদস্য জানিয়েছেন, এখন পুরোপুরি ব্যবসায় মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অনন্যা বলেছেন, ''আমি আমার প্রিয় শখ গান ছেড়ে দিচ্ছি। ব্যবসা আর গান দুটোই একসঙ্গে সময় দেওয়া কঠিন হয়ে যাচ্ছিল''। এখন ব্যবসাতে মনোযোগ দেওয়ার জন্য ফোকাস করবেন তিনি।
ব্যবসার জন্য গানকে বিদায়
অনন্যা জানিয়েছেন, এটি তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। তবে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়া জরুরি হয়ে পড়েছে। দুটি বিষয়ে মনোনিবেশ করা অসম্ভব হয়ে পড়েছিল। এর মধ্য দিয়েই তিনি তার সঙ্গীত জীবনকে বিদায় জানিয়েছেন। অনন্যা বিড়লা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, তিনি সঙ্গীত এবং ব্যবসা একসঙ্গে চালানোর ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন। গান ছেড়ে দেওয়া কতটা কঠিন তা বলতে পারব না। আপনারা সবাই আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার জন্য ধন্যবাদ।
গান শোনার জন্য ধন্যবাদ
সোশ্যাল মিডিয়ায় অনন্যা বিড়লা বলেছেন, গত কয়েক বছরে আমার করা গান আপনারা সবাই পছন্দ করেছেন। হয়তো একদিন আপনি আপনার তৈরি করা ইংরেজি সঙ্গীত আরও পছন্দ করবেন। আমাদের দেশে অনেক প্রতিভা আছে। আরও একবার আপনাকে ধন্যবাদ। সঙ্গীতকে বিদায় জানানোর এখনই উপযুক্ত সময়। অনন্যা বিড়লা ভারতের প্রথম গায়িকা যিনি প্ল্যাটনিয়াম পুরস্কার পান।
অনন্যা কী ব্যবসা চালান
কুমার মঙ্গলম বিড়লার বড় মেয়ে অনন্যা বিড়লা মাইক্রোফিন্যান্স কোম্পানি স্বাধীন মাইক্রোফিন এবং ডিজাইন হাউস ইউনিট আসাই প্রতিষ্ঠা করেছিলেন। গত বছর, তিনি আদিত্য বিড়লা গ্রুপের কোম্পানি গ্রাসিম ইন্ডাস্ট্রিজের বোর্ডেও ডিরেক্টর হন। 2016 সালে অনন্যা তার গানের জীবন শুরু করেন।
Akshaya Tritiya 2024: অক্ষয় তৃতীয়ার দিনে কোন সময় সোনা কেনা শুভ, জেনে নিন আপনার শহরের টাইমিং