Industrial Investment: শিল্প বিনিয়োগে সবার প্রথমে অন্ধ্রপ্রদেশ, দ্বিতীয় স্থানে এই রাজ্য
Industrial Investment: দেশে শিল্প বিনিয়োগে শীর্ষ স্থানে উঠে এল অন্ধ্রপ্রদেশের নাম। পরিসংখ্যান বলছে, দেশের দুটি রাজ্যে মোট শিল্প বিনিয়োগের ৪৫ শতাংশ গিয়েছে।
Industrial Investment: দেশে শিল্প বিনিয়োগে শীর্ষ স্থানে উঠে এল অন্ধ্রপ্রদেশের নাম। পরিসংখ্যান বলছে, দেশের দুটি রাজ্যে মোট শিল্প বিনিয়োগের ৪৫ শতাংশ গিয়েছে। এই দুই রাজ্য হল ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ। সম্প্রতি এই তথ্য দিয়েছে ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইন্টারনাল ট্রেড (DPIIT)।
অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডির নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, ২০২২ সালের প্রথম ৭ মাসে ভারত যে শিল্প বিনিয়োগ পেয়েছে তাতে অন্ধ্রপ্রদেশের নাম রয়েছে সবার আগে। অনেক পিছিয়ে রয়ে ছে অন্যান্য রাজ্যগুলি। দেশের বাণিজ্যিক পরিবেশের কথা ভাবলে, শিল্প বিনিয়োগে প্রথম সারির স্থানগুলির মধ্যে নাম আসে গুজরাত, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, চেন্নাই, মুম্বইয়ের।
DPIIT রিপোর্ট - জুলাই 2022
ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইন্টারনাল ট্রেড (ডিপিআইআইটি) বলেছে যে ভারত 2022 সালের জুলাই পর্যন্ত ১,৭১,২৮৫ কোটি টাকার শিল্প বিনিয়োগ পেয়েছে। মোট বিনিয়োগের মধ্যে ৪০,৩৬১ কোটি টাকা বিনিয়োগ করে অন্ধ্রপ্রদেশ তালিকার শীর্ষে রয়েছে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উভয় রাজ্যই মোট বিনিয়োগের ৪৫ শতাংশ অংশ পেয়ে দেশের বাকি অংশকে ছাড়িয়ে গেছে।
অন্ধ্রপ্রদেশ প্রথম ওড়িশা দ্বিতীয়
ডিপিআইআইটি অনুসারে, অন্ধ্রপ্রদেশ সর্বাধিক বিনিয়োগের পরিমাণ (৪০,৩৬১ কোটি টাকা) ও তারপরে ওড়িশা পেয়েছে বেশি বিনিয়োগ। যা মোট বিনিয়োগের মধ্যে ৩৬,৮২৮ কোটি টাকা।
Industrial Investment: জগনোহন রেড্ডি মন্ত্রিসভা বিপুল বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করেছে
এই রিপোর্ট প্রকাশের আগে অন্ধ্রপ্রদেশের জগন্মোহন রেড্ডি সরকারের মন্ত্রিসভা রাজ্যে মোট ১,২৬,৭৪৮ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করেছে। এ বিনিয়োগের মাধ্যমে আগামী সাত বছরে ৪০ হাজার ৩৩০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে অন্ধ্রের সরকার। মূলত, আইটি ইনডাস্ট্রির জন্য বিখ্যাত অন্ধ্রপ্রদেশ। সেখানে তথ্য প্রযুক্তি শিল্পে বিনিয়োগ করেছে বহু নামজাদা কোম্পানি। যার জেরে জোয়ার এসেছ আইটি শিল্পে। ফলে বহু কর্মসংস্থান হয়েছে অন্ধ্রপ্রদেশে।