Apple's iOS 15 : আজ আসছে অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম iOS 15, কীভাবে আপডেট করবেন জানুন
টেক বিশেষজ্ঞদের পরামর্শ নতুন এই অপারেটিং সিস্টেম লোড করার আগে এক বা দুই সপ্তাহ আরও অপেক্ষা করে যান।
আজই আসছে Apple এর নতুন মোবাইল (iPhone)অপারেটিং সিস্টেম iOS 15। গত সপ্তাহেই অ্যাপল আনুষ্ঠানিক প্রকাশের দিন এই নতুন অপারেটিং সিস্টেম লঞ্চের দিন ঘোষণা করে দেয়। টেক জায়ান্ট অ্যাপল সেদিনই আইফোন ১৩, নতুন আই প্যাড, ও নতুন ওয়াচসিরিজ (iPhone 13, new iPads and the Apple Watch Series 7) লঞ্চ করে।
এই নতুন সফটওয়্যারে (For iPadOS for iPads)আছে একগুচ্ছে ব্র্যান্ড নিউ ফিচার। যেমন
- ফেস টাইম অ্যানড্রয়েড ওনার (FaceTime Android owners)
- ডিজিট্যাল ওয়ালেটে আপনার ড্রাইভারস লাইসেন্স স্টোর করার সুবিধা ( store your driver's license in your digital wallet )
- এছাড়া অ্যাপলের কিছু ম্যাপ আপগ্রেড (Apple Maps upgrades)
তবে টেক বিশেষজ্ঞদের পরামর্শ নতুন এই অপারেটিং সিস্টেম লোড করার আগে এক বা দুই সপ্তাহ আরও অপেক্ষা করে যান। একবার নতুন অপারেটিং সিস্টেমে আপগ্রেড করে ফেলার পর কোনও সমস্যা হলে আগেরটিতে ফেরা কঠিন, তবে অসম্ভব নয় !
আরও পড়ুন :Samsung Galaxy S22 Series : Apple-এর পর ফ্ল্যাগশিপ ফোন আনছে Samsung, থাকবে এই বিশেষ স্পেকস
সোমবার নতুন আপডেট অ্যাভেইলেবল হয়ে গেলে আপনি অন্য যে কোনও অপারেটিং সিস্টেম আপডেট করার কায়দাতেই আপগ্রেড করতে পারবেন। পরামর্শ, সফটওয়্যার আপডেট করার সময় মোবাইলের চার্জারটি প্লাগ পয়েন্টে কানেক্টেড রাখুন। কোনওভাবেই যেন আপডেট নেওয়ার সময় চার্জ শেষ হয়ে ফোন না বন্ধ হয়ে যায় ! প্রয়োজনে স্ট্রং ওয়াইফাই কানেকশন ( Wi-Fi connection) অন রাখুন । এতে দ্রুত আপডেট হবে সফটওয়্যার। কীভাবে আপডেট করবেন ? ( How to install Apple's new software)
- সেটিংস অ্যাপ খুলুন (Settings)
- জেনারেল (General) বাটন ক্লিক করুন
- সফটওয়্যার আপডেট (Software Update)-এর উপর ক্লিক করুন।
এখন অ্যাপনের এই নতুন সফটওয়্যার আপডেট নিয়ে কী বলেন আইফোন ব্যবহারকারীরা সেই দিকেই এখন নজর সকলের।