Audi Q5 Launch : ভারতে প্রোডাকশন শুরু, কবে লঞ্চ হবে এই প্রিমিয়াম এসইউভি ?
ভারতে নিজেদের প্রিমিয়াম এসইউভি গাড়ির প্রোডাকশন শুরু করে দিল Audi । শীঘ্রই দেশে লঞ্চ হবে এই গাড়ি। বদলে গিয়েছে Audi Q5-এর ডিজাইন ল্যাঙ্গোয়েজ।
নয়াদিল্লি: ভারতে নিজেদের প্রিমিয়াম এসইউভি গাড়ির প্রোডাকশন শুরু করে দিল Audi । শীঘ্রই দেশে লঞ্চ হবে এই গাড়ি। বদলে গিয়েছে Audi Q5-এর ডিজাইন ল্যাঙ্গোয়েজ।
অটো ব্লগারদের মতে, অওরঙ্গাবাদে গাড়ির প্রোডাকশন শুরু করে দিয়েছে কোম্পানি। নভেম্বরেই ভারতের বাজারে এই এসইউভির লঞ্চ করতে পারে Audi। সম্প্রতি Audi Q5-এর লঞ্চ নিয়ে মুখ খোলেন Audi India Head বলবীর সিং ধিলো। তিনি জানান, নভেম্বরে এই গাড়ি দেশে লঞ্চ করবে কোম্পানি।Audi Q5-এর নতুন ফেসলিফ্টেড ভার্সন নিয়ে আশাবাদী কোম্পানি।
কার ব্লগাররা বলছেন, ভারতে বিএস ৬ নির্গমনের নিয়ম চালু হওয়ার পর থেকেই Q3, Q5 ও Q7-এর বিক্রি বন্ধ রেখেছিল অডি। কোম্পানি জানিয়েছে, এবার নতুন করে সেই গাড়িগুলি রাস্তায় নামবে।যার মধ্যে Audi Q5-এর প্রোডাকশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অডির গাড়ি বিক্রির পরিসংখ্যান বলছে, দেশে ভালো সেলস ফিগারস দিয়েছে Q5। প্রথম ৮ মাসের মধ্যেই ১১৫ শতাংশ গ্রোথ পেয়েছে Audi। শোনা যাচ্ছে এক্সটিরিয়রের পাশাপাশি নতুন Q5-এ ফিচারেও অনেক পরিবর্তন আনতে চলেছে কোম্পানি। প্রিমিয়াম বিলাসবহুল এই এসইউভিতে আরামদায়ক যাত্রার ক্ষেত্রে কোনও সমস্যায় পড়তে হবে না যাত্রী বা চালককে। বক্সি ডিজাইন হওয়ায় এমননিতেই রোড প্রেজেন্স রয়েছে এই গাড়ির।
বিশেষ করে এর ক্রোম গ্রিল ও কালার স্কিম গাড়ির লুকে অন্য মাত্রা দেয়। জার্মান কার মেকার হিসাবে ইঞ্জিন সব সময় পাওয়ারফুল দেয় কোম্পানি। ফেস লিফ্টেড ভার্সনে নতুন করে ইঞ্জিন চেঞ্জ হবে না বলেই জানা গিয়েছে। তবে এই গাড়ির পাওয়ার মোটরের ক্ষেত্রে ইলেকট্রিক ভেহিক্যালের কিছু যোগসূত্র তৈরি করতে পারে অডি। এখনও সেই বিষয়ে কোম্পানির তরফে কিছু বলা হয়নি।
আরও পড়ুন: Maruti Suzuki Upcoming SUV: Tata Punch-এর পাল্টা, বালেনো ডিজাইনের এসইউভি আনছে Maruti
আরও পড়ুন : How To Control A Car: গাড়ির ব্রেক ফেল করলে কীভাবে বাঁচবেন দুর্ঘটনা থেকে ? মেনে চলুন এই রুল