Bank Holiday: ৩১ মার্চ ইদের জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক ? কতদিন থাকবে ছুটি ?
Bank Holiday 2025 on Eid: ৩১ মার্চ তারিখে সারা দেশে জাতীয় ছুটি রয়েছে ইদ-উল-ফিতর উপলক্ষ্যে। তবে কি এদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ? দেখে নিন ছুটির তালিকা।

Holiday List: ২০২৪-২৫ অর্থবর্ষের শেষ দিন রয়েছে আগামী ৩১ মার্চ সোমবার। আর তাই এই দিনে ব্যাঙ্ক কর্মীদের মধ্যে অনেক ব্যস্ততা (Bank Holiday 2025) থাকবে। সমস্ত লেনদেন, সমস্ত ফিনান্সিয়াল রিপোর্টিং সমাপ্ত করতে হবে এই দিনের মধ্যেই। আর জানা গিয়েছে এই দিনে ব্যাঙ্ক খোলা থাকবে। যদিও এদিন সারা দেশে ইদ-উল-ফিতরের জন্য জাতীয় ছুটি (Holiday List) রয়েছে, তবে ব্যাঙ্ককর্মীদের এদিন কোনও ছুটি নেই। ছুটির দিন বলে ব্যাঙ্ক এদিন বন্ধ থাকবে না, অন্য সমস্ত কর্মীদের ছুটি রয়েছে এদিন।
৩১ মার্চ ব্যাঙ্ক কি বন্ধ থাকবে ?
৩১ মার্চ তারিখে সারা দেশে জাতীয় ছুটি রয়েছে ইদ-উল-ফিতর উপলক্ষ্যে। তবে এদিন ব্যাঙ্ককর্মীদের কোনও ছুটি নেই। রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকা অনুসারে, ৩১ মার্চ সারা দেশে কিছু রাজ্য বাদে ইদ-উল-ফিতর উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। হিমাচল প্রদেশ এবং মিজোরামে ব্যাঙ্ক বন্ধ থাকবে না এদিন। কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের নয়া নির্দেশিকা অনুসারে এই দিনে সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে। গ্রাহকরা কোনও সমস্যায় পড়বেন না।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সমস্ত ব্যাঙ্ককে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ৩১ মার্চ তারিখে ব্যাঙ্ক খোলা রাখা হয় কারণ এটি ২০২৪-২৫ অর্থবর্ষের শেষ দিন, ফলে কোনও ফিনান্সিয়াল রিপোর্টিংয়ে যাতে কোনও সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সমস্ত ব্যাঙ্ককে নিশ্চিত করতে হবে যাতে ১ এপ্রিলের আগেই ২০২৪-২৫ অর্থবর্ষের সমস্ত ধরনের আর্থিক লেনদেন সম্পূর্ণ হয়ে যায়।
এপ্রিলে কবে কবে ছুটি রয়েছে ব্যাঙ্কে
রিজার্ভ ব্যাঙ্কের নয়া নির্দেশিকা অনুসারে বেশ কিছু রাজ্য বাদে বাকি সমস্ত জায়গায় ব্যাঙ্ক খোলা থাকবে ১ এপ্রিল। তবে মেঘালয়, ছত্তিশগড়, মিজোরাম, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ এবং মেঘালয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১ এপ্রিল।
আর কবে কবে ছুটি এপ্রিলে
৬ এপ্রিল প্রথমত রবিবার, তাছাড়া হিন্দুদের বড় উৎসব রামনবমীর কারণে ব্যাঙ্কগুলি সারা দেশেই বন্ধ থাকবে। এই উপলক্ষ্যে বহু রাজ্যে স্কুল-কলেজও বন্ধ থাকবে।
জৈনধর্মের ২৪তম তীর্থঙ্কর মহাবীরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে আগামী ১০ এপ্রিল বৃহস্পতিবার ব্যাঙ্কে ছুটি রয়েছে। এদিন সরকারি ছুটি রয়েছে, ফলে দেশের সমস্ত শহরেই বন্ধ থাকবে ব্যাঙ্ক। জৈন ধর্মের মানুষরা এই দিনটি খুব আড়ম্বর সহ পালন করে থাকে।
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুসারে এপ্রিল মাসের দ্বিতীয় শনিবার হিসেবে ১২ এপ্রিল দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৩ এপ্রিল রবিবার ব্যাঙ্কের সাধারণ সাপ্তাহিক ছুটি রয়েছে।
সংবিধানের জনক বাবা ভীমরাও রামজী আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে ১৪ এপ্রিল জাতীয় ছুটি রয়েছে দেশে। ফলে এদিনও সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে, গেলেও কাজ হবে না।
বোহাগ বিহুর কারণে ১৫ এপ্রিল আগরতলা, গুয়াহাটি, ইটানগর, সিমলা, কলকাতা শহরে ব্যাঙ্ককর্মীদের ছুটি রয়েছে।






















