Bank Holiday: জুনে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, গেলেও কাজ হবে না ! আপনার শহরে কবে কবে ছুটি রয়েছে ব্যাঙ্কে ? দেখুন পুরো তালিকা
Bank Holiday List for June 2025: এর সঙ্গে সঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেশ কিছু অতিরিক্ত ছুটিও ঘোষণা করেছে যেগুলি কেবলমাত্র নির্দিষ্ট কিছু রাজ্যের জন্যই প্রযোজ্য হবে।

Holiday List: জুন মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১২ দিনের জন্য। সারা ভারতে এই ছুটি রয়েছে ব্যাঙ্ককর্মীদের জন্য। আলাদা আলাদা এলাকায়, আলাদা আলাদা শহরে যদিও একেক রকম ছুটির তালিকা (Holiday List) থাকে আর প্রতি মাসের ছুটির তালিকা (Bank Holiday) আলাদা করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে বিস্তারিতভাবে প্রকাশ করা হয়। এই ছুটির মধ্যে ধরা থাকে আঞ্চলিক উৎসব, রবিবার, দ্বিতীয় ও চতুর্থ শনিবার ইত্যাদি।
সমস্ত রাজ্য সরকারের সঙ্গে আলোচনাপূর্বক বার্ষিক ভিত্তিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ছুটির তালিকা প্রকাশ করে সারা বছরের জন্য। রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে এই ছুটির তালিকা বিস্তারিতভাবে দেখা যাবে। দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক এই ছুটির তালিকা মেনে চলে।
এর সঙ্গে সঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেশ কিছু অতিরিক্ত ছুটিও ঘোষণা করেছে যেগুলি কেবলমাত্র নির্দিষ্ট কিছু রাজ্যের জন্যই প্রযোজ্য হবে। আগামী জুন মাসে যে সমস্ত গ্রাহকরা ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের আগে থেকে এই ছুটির তালিকা দেখে নিতে হবে যাতে জরুরি কাজ আগাম সেরে রাখা যায়। ছুটির কারণে কাজে কোনও প্রভাব না পড়ে।
বকরি-ইদে লম্বা ছুটি
কেরালার কোচি ও তিরুবনন্তপুরমে ৬ জুন শুক্রবার ব্যাঙ্ক বন্ধ থাকবে ইদ-উল আঝা উপলক্ষ্যে। এরই মধ্যে ৭ জুন তারিখে বকরি-ইদ পালিত হবে সারা দেশের বাকি জায়গাতেও। আর তারপরেই রয়েছে রবিবার ৮ জুন সাপ্তাহিক ছুটি ব্যাঙ্কে। আর এই কারণে কেরালায় ব্যাঙ্ককর্মীরা টানা তিন দিনের একটি ছুটি পাবেন।
জুন মাসে কবে কবে ছুটি ব্যাঙ্কে
১ জুন – রবিবার – ব্যাঙ্কে সাপ্তাহিক ছুটি, দেশের সমস্ত ব্যাঙ্কই বন্ধ এদিন।
৬ জুন – শুক্রবার – কেরালাতে বন্ধ ব্যাঙ্ক বকরি-ইদের জন্য।
৮ জুন – রবিবার – ব্যাঙ্ককর্মীদের সাপ্তাহিক ছুটি।
১১ জুন – বুধবার – হিমাচল প্রদেশ ও সিকিমে সন্ত গুরু কবীর জয়ন্তী উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৪ জুন – শনিবার – মাসের দ্বিতীয় শনিবার হিসেবে এদিন ব্যাঙ্ককর্মীদের নিয়মিত ছুটি।
১৫ জুন – রবিবার – সাপ্তাহিক ছুটি দেশের সমস্ত ব্যাঙ্কে
২২ জুন – রবিবার – এদিনও সাপ্তাহিক ছুটি রয়েছে ব্যাঙ্কে
২৭ জুন - শুক্রবার – রথযাত্রা উপলক্ষ্যে ওড়িশা ও মণিপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে
২৮ জুন – শনিবার – চতুর্থ শনিবার হওয়ার কারণে এদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
২৯ জুন – রবিবার – ব্যাঙ্ককর্মীদের সাপ্তাহিক ছুটি
৩০ জুন – সোমবার – রেমনা নি উৎসব উপলক্ষ্যে মিজোরামে বন্ধ থাকবে ব্যাঙ্ক






















