(Source: ECI/ABP News/ABP Majha)
Bank Holidays December 2021: ডিসেম্বরে ব্যাঙ্ক বন্ধ ১২ দিন, জেনে নিন পুরো তালিকা
Bank Holidays December 2021: ডিসেম্বরে রাজ্য ভিত্তিক ছুটির পাশাপাশি রয়েছে সপ্তাহ শেষের ছুটি। সব মিলিয়ে ১২ দিন ছুটি রয়েছে ব্যাঙ্কে। তবে এই ক্ষেত্রে রাজ্যের ওপর নির্ভর করবে ব্যাঙ্কের ছুটির তালিকা।
Bank Holidays December 2021: নভেম্বর শেষ হতে আর মাত্র কয়েক দিন। আসছে ২০২১ সালের শেষ মাস ডিসেম্বর। আগামী মাসের জন্য ইতিমধ্যেই ব্যাঙ্কে ছুটির তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। তাই ডিসেম্বরে ব্যাঙ্কে যাওয়ার আগে দেখে নিন এই তালিকা।
Bank Holidays December 2021: ডিসেম্বরে রাজ্য ভিত্তিক ছুটির পাশাপাশি রয়েছে সপ্তাহ শেষের ছুটি। সব মিলিয়ে ১২ দিন ছুটি রয়েছে ব্যাঙ্কে। তবে এই ক্ষেত্রে রাজ্যের ওপর নির্ভর করবে ব্যাঙ্কের ছুটির তালিকা। দেখে নিন ডিসেম্বরে ব্যাঙ্কে কোথায় কবে ছুটি।
3 ডিসেম্বর - সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের উৎসব (কানাকদাসা জয়ন্তী/সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের উৎসব) (পানাজিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
5 ডিসেম্বর - রবিবার (সাপ্তাহিক ছুটি)
11 ডিসেম্বর - শনিবার (মাসের দ্বিতীয় শনিবার)
12 ডিসেম্বর - রবিবার (সাপ্তাহিক ছুটি)
18 ডিসেম্বর - ইউ সোসো থামের মৃত্যুবার্ষিকী (শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
19 ডিসেম্বর- রবিবার (সাপ্তাহিক ছুটি)
24 ডিসেম্বর - ক্রিসমাস ফেস্টিভ্যাল (আইজলে ব্যাঙ্ক বন্ধ)
25 ডিসেম্বর - ক্রিসমাস (বেঙ্গালুরু ও ভুবনেশ্বর ছাড়া সব জায়গায় ব্যাঙ্ক বন্ধ) শনিবার, (মাসের ৪র্থ শনিবার)
26 ডিসেম্বর- রবিবার (সাপ্তাহিক ছুটি)
27 ডিসেম্বর - বড়দিন উদযাপন (আইজলে ব্যাঙ্ক বন্ধ)
30 ডিসেম্বর - ইউ কিয়াং নাংবাহ (শিলং-এ ব্যাঙ্ক বন্ধ)
31 ডিসেম্বর - নববর্ষের আগের দিন (আইজলে ব্যাঙ্ক বন্ধ)
Bank Holidays: অফিশিয়াল সাইট দেখে নিন
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে, প্রতি মাসের রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। ব্যাঙ্কের ছুটির বিষয়ে আরও তথ্যের জন্য আপনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল লিঙ্ক https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx-এ যেতে পারেন।
রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। সেগুলি হল, 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে'। এছাড়া রয়েছে-'ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস'। তবে দেশের সব ব্যাঙ্কের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। রাজ্যের উৎসবের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে ব্যাঙ্ককর্মীদের ছুটি হয়ে থাকে।