Bank Holidays: ডিসেম্বরে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কবে কবে ছুটি ? দেখে নিন তালিকা
Holiday List: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্ষপঞ্জী অনুযায়ী ডিসেম্বর মাসে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এর মধ্যে নিয়মিত রবিবারের ছুটি, কিছু সাধারণ ছুটি এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ছুটি ধরা রয়েছে।
Holiday List: প্রতি মাসেই কিছু নির্দিষ্ট দিন কাজ বন্ধ থাকে ব্যাঙ্কে। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সারা বছরের ব্যাঙ্কের ছুটির তালিকা প্রত্যেক নতুন অর্থবর্ষ শুরুর সঙ্গে সঙ্গে প্রকাশ করে থাকে যেখানে প্রতি মাসের ছুটির দিনগুলি (Holiday List) আলাদা আলাদাভাবে উল্লেখ করা থাকে। এই দিনগুলি মনে না রাখলে ব্যাঙ্কের শাখায় (Bank Holiday) গিয়েও ঘুরে আসতে হবে। কোনো জরুরি কাজ থাকলে তা আগে থেকে পরিকল্পনা করে রাখতে হবে।
চালু থাকবে ডিজিটাল ব্যাঙ্কিং
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্ষপঞ্জী অনুযায়ী ডিসেম্বর মাসে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এর মধ্যে নিয়মিত রবিবারের ছুটি, কিছু সাধারণ ছুটি এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ছুটি ধরা রয়েছে। তবে এই ছুটির অর্থ হল ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে, কিন্তু চালু থাকবে ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা, এটিএমও কাজ করবে সারা দেশেই। ফলে ব্যাঙ্কিং নিয়ে কোনো অসুবিধেয় সেভাবে পড়তে হবে না। দেখে নিন কবে কবে ছুটি রয়েছে ডিসেম্বরে।
কবে কবে ছুটি রয়েছে
১ ডিসেম্বর – রবিবার হওয়ায় এটি নিয়মিত ছুটির তালিকায় রয়েছে। সারা দেশেই বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৩ ডিসেম্বর- আঞ্চলিক ছুটি সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্সের ভোজের কারণে। পানাজিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৮ ডিসেম্বর – এদিনও রবিবারের কারণে সারা দেশ বন্ধ থাকবে ব্যাঙ্ক
১৪ ডিসেম্বর – দ্বিতীয় শনিবার। নিয়মিত ছুটি সারা দেশেই।
১৫ ডিসেম্বর – রবিবার বলে সারা দেশেই ব্যাঙ্ককর্মীদের ছুটি।
২২ ডিসেম্বর – এদিনও রবিবারের কারণে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।
২৫ ডিসেম্বর – বড়দিন উপলক্ষে জাতীয় ছুটি ঘোষণা হয়েছে এদিন।
২৮ ডিসেম্বর – এদিন মাসের চতুর্থ শনিবার, ব্যাঙ্কের নিয়মিত ছুটি।
২৯ ডিসেম্বর – রবিবার। বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক।
৩১ ডিসেম্বর – নিউ ইয়ারস ইভ উপলক্ষে আইজল ও গ্যাংটকে ছুটি থাকবে ব্যাঙ্কে।
এই মাসে অর্থাৎ নভেম্বরে ১৩ দিন বন্ধ ছিল ব্যাঙ্ক। এর মধ্যে শনিবার ও রবিবারের নিয়মিত ছুটিও ধরা ছিল। তবে অন্যান্য মাসের মত এই মাসেও ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা চালু ছিল সারা দেশেই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Gold Price: সোনার দামে বড় সুযোগ, ফের সস্তা হল সোনা- আজ কিনলে কত কমে পাবেন ?