Bank Merger: আবারও জুড়ে যাবে ৩ জনপ্রিয় ব্যাঙ্ক ! খোলসা করল এই সংস্থা
PSU Bank Merger: ইউকো ব্যাঙ্ক (PSU Bank Merger) এদিন স্পষ্টই জানায়, ব্যাঙ্ক জুড়ে দেওয়ার ক্ষেত্রে এখন সরকারের কোনও ভূমিকা নেই। ব্যাঙ্ক মার্জিং সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি ব্যাঙ্কের কাছে আসেনি।
PSU Banks: আবারও জুড়ে যাচ্ছে ৩ জনপ্রিয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ? সরকার নিয়েছে নতুন সিদ্ধান্ত ? সত্যিটা জানাল ইউকো ব্যাঙ্ক। বেশ কিছুদিন ধরে চর্চা চলছিল যে ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এবং পঞ্জাব অ্যান্ড সিন্দ ব্যাঙ্ককে এবার জুড়ে দেওয়া (Bank Merger) হবে। তবে এখনও পর্যন্ত ব্যাঙ্ক মার্জিংয়ের এইরকম কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার বা সেই সম্পর্কিত কোনও নির্দেশিকা আসেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে, এমনটাই জানাল ইউকো ব্যাঙ্ক। এই সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে (PSU Bank Merger) যেহেতু ৯৫.৩৯ শতাংশ স্টেক রয়েছে সরকারের কাছে, তাই এই ব্যাঙ্ক মার্জিংয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সরকারই।
ইউকো ব্যাঙ্ক (PSU Bank Merger) এদিন স্পষ্টই জানায়, ব্যাঙ্ক জুড়ে দেওয়ার ক্ষেত্রে এখন সরকারের কোনও ভূমিকা নেই। ব্যাঙ্ক মার্জিং সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি ব্যাঙ্কের কাছে আসেনি। ফলে এই খবর সম্পূর্ণ মিথ্যা, ভুয়ো। সোমবার একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে ইউকো ব্যাঙ্ক। এই ব্যাঙ্ক সংযুক্তিকরণের সংবাদ মোটেও ভাল নয়, তবে এই খবরে ব্যাঙ্কের উপর কোনও বস্তুগত প্রভাব পড়বে না বলেই জানিয়েছে ইউকো ব্যাঙ্ক।
ছড়িয়ে পড়া খবরে বলা হয়েছিল, এনডিএ সরকার ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পঞ্জাব অ্যান্ড সিন্দ ব্যাঙ্ককে সংযুক্ত করতে চলেছে। সরকারের এই সমস্ত ব্যাঙ্কে ৮৫ শতাংশেরও বেশি স্টেক রয়েছে। এর আগে ইউকো ব্যাঙ্ক জানিয়েছিল যে ব্যাঙ্কের উপর থেকে সরকারের স্টেক ৯৫.৩৯ শতাংশ থেকে কমিয়ে ৭৫ শতাংশ করার চেষ্টা করছে তারা। ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যেই এই কাজ করে ফেলা যাবে বলেই দাবি করেছিল ইউকো ব্যাঙ্ক। সিকিউরিটিজ ল অনুসারে ন্যূনতম পাবলিক শেয়ারহোল্ডিং বিধি মানার জন্যেই এই কাজ করবে ইউকো ব্যাঙ্ক। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স যেখানে ০.৫৬ শতাংশ বেড়েছিল গতকাল, সেখানে এই ইউকো ব্যাঙ্কের শেয়ারের দাম ০.১৬ শতাংশ পড়ে এসে দাঁড়ায় ৫৪.৬৯ টাকায়।
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সরকারের স্টেক রয়েছে ৯৩.০৮ শতাংশ, পঞ্জাব অ্যান্ড সিন্দ ব্যাঙ্কে স্টেক রয়েছে ৯৮.২৫ শতাংশ এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে সরকারের স্টেক আছে ৮৬.৪৬ শতাংশ। ২০১৯ সালে প্রথম ভারত সরকার মোট ১০টি পাবলিক সেক্টর ব্যাঙ্ককে সংযুক্ত করেছিল। পাবলিক সেক্টর ব্যাঙ্কের অর্থনৈতিক অবস্থা আরও মজবুত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আরও পড়ুন: IPO Listing : ১৪ শতাংশ প্রিমিয়ামে লিস্টিং হয়েও ধস নামল এই শেয়ারে, হোল্ড না সেল করবেন ?