Bank Close Update : আগামীকাল থেকে ২দিন বন্ধ ব্যাঙ্ক, জানুন কোন কোন শহরে ?
দেশের বিভিন্ন শহরে আগামীকাল অর্থাৎ ১৩ মে থেকে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ছুটি জারি থাকবে ১৪ মে। 'নেগোশিয়েবল ইন্স্ট্রুমেন্ট অ্যাক্ট' অনুযায়ী এই ছুটি বজায় থাকবে ব্যাঙ্কগুলিতে।
নয়া দিল্লি : দেশের বিভিন্ন শহরে আগামীকাল অর্থাৎ ১৩ মে থেকে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ছুটি জারি থাকবে ১৪ মে পর্যন্ত। 'নেগোশিয়েবল ইন্স্ট্রুমেন্ট অ্যাক্ট' অনুযায়ী এই ছুটি ব্যাঙ্কগুলিতে। তবে দেশের সব রাজ্যে টানা দু'দিন বন্ধ থাকছে না ব্যাঙ্ক। ছুটির ক্ষেত্রে 'গেজেটেড হলিডেজ' মেনেই সিদ্ধান্ত নেবে রাজ্যগুলি।
১৩ মে ব্যাঙ্ক বন্ধ এইসব শহরে
রমজান-ইদ (ইদ-উল-ফিতর) (শাওয়াল-১)
ছুটির কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে বেলাপুর, কোচি, জম্মু, শ্রীনগর, নাগপুর, তিরুবনন্তপুরম ও মুম্বইয়ে।
১৪ মে ব্যাঙ্ক বন্ধ এইসব শহরে
ভগবান শ্রী পরশুরাম জয়ন্তী/রমজান-ইদ (ইদ-উল- ফিতরা)/বাসবজয়ন্তী/ অক্ষয় তৃতীয়া
ছুটির কারণে আগরতলা, আইজল, আমেদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, নয়াদিল্লি, রাঁচি, পটনা, রায়পুর, শিলং, সিমলায় বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা।
মে মাসে ব্যাঙ্কে আরও যে দিনগুলিতে ছুটি
১৬ মে- রবিবার, ২২ মে- চতুর্থ শনিবার, ২৩ মে- রবিবার, ২৬ মে- বুদ্ধ পূর্ণিমা, ৩০ মে-রবিবার
মূলত ব্যাঙ্কের ছুটি ঠিক করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তিনটি শ্রেণিতে ব্যাঙ্কের এই ছুটি নির্ধারিত হয়। 'হলিডে আন্ডার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'হলিডে আন্ডার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল-টাইম গ্রস সেটলমেন্ট হলিডে'। তৃতীয়, ব্যাঙ্কের ক্লোজিং অন অ্যাকাউন্টসে ছুটি নির্ধারিত হয়।
দেশের বর্তমান পরিস্থিতি বলছে, একাধিক রাজ্যে বিধিনিষেধের জেরে বদলে গিয়েছে ব্যাঙ্কের সময়সূচি। অনেক রাজ্যে সকাল ১০ টা থেকে দুপুর দুটো পর্যন্ত খোলা রাখা হচ্ছে ব্রাঞ্চ। কোভিডকালে গ্রাহকদের অনলাইন লেনদেনের কথা বলছে ব্যাঙ্ক। গ্রাহকদের সুবিধার্থে সম্প্রতি অনলাইনে ব্রাঞ্চ পরিবর্তনের সুযোগ দিচ্ছে SBI।
কোভিড বিধি মেনে গ্রাহকদের ঢোকানো হচ্ছে ব্যাঙ্কে। মাস্ক না পরলে ব্যাঙ্কের গেটেই কড়া ব্যবস্থা নিচ্ছেন সুরক্ষাকর্মীরা। স্যানিটাইজার দিয়ে তবেই ব্যাঙ্কে ঢুকতে দেওয়া হচ্ছে গ্রাহকদের। পাশাপাশি নিত্যদিন অনলাইনে লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হচ্ছে গ্রাহককে। মূলত, ভুয়ো টেলিকলারদের ব্যাঙ্ক আইডি দিতে বারণ করছে কর্তৃপক্ষ। হ্যাকারদের হাত থেকে অ্যাকাউন্ট বাঁচাতে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় সচেতন করা হচ্ছে সাবস্ক্রাইবারদের।