![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Multibagger Stocks: ১ বছরে ৩০০ শতাংশ রিটার্ন, এই মাল্টিব্যাগার স্টক এখন কিনলে লাভ ?
Best Stock To Buy: এক বছর আগে ২০২৩ সালের মে মাসে (Best Stock To Buy) হাডকো সংস্থার স্টকের দাম ছিল ৫৫.৯৫ টাকা আর সেখানে আজকের দিনে দাঁড়িয়ে এই স্টকের দাম হয় ২৬২ টাকা।
![Multibagger Stocks: ১ বছরে ৩০০ শতাংশ রিটার্ন, এই মাল্টিব্যাগার স্টক এখন কিনলে লাভ ? Best Stock to buy this multibagger stock surges up 300 percent in a year should you buy it Multibagger Stocks: ১ বছরে ৩০০ শতাংশ রিটার্ন, এই মাল্টিব্যাগার স্টক এখন কিনলে লাভ ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/03/c447c74e74b7d687c9cc43950f5352bf1717418349387900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Best Stock To Buy: বিগত এক বছরে বিপুল হারে বেড়েছে বেশ কিছু সংস্থার স্টকের দাম। বুলিশ ট্রেন্ড জারি ছিল বাজারে। বিভিন্ন স্টকে এসেছে মাল্টিব্যাগার রিটার্ন। এমনই একটি স্টকে এসেছে ৩০০ শতাংশ রিটার্ন। মাল্টিব্যাগার স্টক হিসেবেই দারুণ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। এটি আবার একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার স্টক। বাজার বিশেষজ্ঞদের মতে, এই সংস্থার (Best Stock To Buy) স্টকে এখনও বৃদ্ধির সম্ভাবনা আছে। বিগত এক বছরে রাষ্ট্রায়ত্ত সংস্থা HUDCO-র স্টকের দাম বেড়েছে ৩০০ শতাংশ। এমনকী বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই স্টকের দাম ২৯৫ টাকা পর্যন্ত বাড়তে পারে।
এক বছর আগে ২০২৩ সালের মে মাসে (Best Stock To Buy) হাডকো সংস্থার স্টকের দাম ছিল ৫৫.৯৫ টাকা আর সেখানে আজকের দিনে দাঁড়িয়ে এই স্টকের দাম হয় ২৬২ টাকা। ফলে এক বছরের মধ্যে এই সংস্থার স্টকে এসেছে ৩৬৮ শতাংশ রিটার্ন। এমনকী ২৩ মে তারিখে এই সংস্থার স্টকের দাম উঠেছিল ২৭৭ টাকায়। গত সপ্তাহের শেষ ট্রেডিং দিনে হাডকোর শেয়ারের দাম ২৭৩.৮০ টাকায় বন্ধ হয়, ৪.৫৩ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম। হাডকোর বর্তমান বাজারমূল্য ৫২৪৪০ কোটি টাকা। এক মাসে এই শেয়ারটির দাম বেড়েছে ২১.৯৬ শতাংশ। আর বিগত ৫ বছরের হিসেব দেখলে হাডকোর শেয়ারের দাম একটানা ৫৩৯.৭২ শতাংশ বেড়েছে।
বাজার বিশেষজ্ঞরা এই স্টকের (Best Stock To Buy) টেকনিক্যাল অ্যানালিসিস করে বলছেন যে, এর রিলেটিভ স্ট্রেন্থ ইনডেক্স বা RSI এখন ৬৪-তে। এই RSI দেখে বোঝা যায়, ৩০-এর নিচে থাকলে তা ওভারসোল্ড (OversoldZone) অর্থাৎ অতিরিক্ত বিক্রির অঞ্চল এবং সেই RSI যদি ৭০-এর উপরে থাকে তবে তাঁকে ওভারবট (Overbought Zone) বলা হয়। এখনও এই স্টকে বুলিশ অবস্থান রয়েছে বলে দাবি করছেন বাজার বিশেষজ্ঞরা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)