Bill Gates: সাতদিন ২৪ ঘণ্টাই কাজ ? কী অভ্যাস ছিল মাইক্রোসফটের বিল গেটসের
Business News: বিল গেটস বলেছেন, একবার ওয়ারেন বাফেট তাঁকে তাঁর ক্যালেন্ডার দেখিয়েছিলেন, যাতে কিছুই লেখা ছিল না।
Business News: কোম্পানির প্রথম দিনগুলিতে কাজই ছিল শেষ কথা। সপ্তাহান্তেও ছুটি নিতেন না মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা (Microsoft Co Founder) ও ধনকুবের (Billonaire) বিল গেটস (Bill Gates)। তিনি শুধু কাজ করতে পছন্দ করতেন। এ কথা নিজেই জানিয়েছেন বিল গেটস। আমেরিকার নর্থ অ্যারিজোনা ইউনিভার্সিটিতে এ বিষয়ে কথা বলতে গিয়ে গেটস বলেন, '' কর্মজীবনের প্রথম দিকে আমি ছুটি নেওয়ায় বিশ্বাস করতাম না। এমনকী আমি সপ্তাহান্তে ছুটি নেওয়ায় বিশ্বাস করতাম না। আমি সব সময় কাজ করতাম।''
Bill Gates: বিলের কড়া নজর থাকত পার্কিং লটের ওপর
বিল গেটস আরও জানান, কোম্পানির প্রথম দিকে তিনি পার্কিং এরিয়ায় নজর রাখতেন। কতজন কর্মচারী সময়ের আগেই অফিস ছেড়েছেন তা,দেখে নিতেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাঁর চিন্তাধারা বদলে গেছে। বড় হওয়ার পাশাপাশি বাবা হয়ে তিনি বুঝতে পারেন, ভাল কাজ করার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন হয় না।
Microsoft Co Founder: কী থেকে শিখবেন, ঝাঁপি খুললেন বিল গেটস
শিক্ষার্থীদের উদ্দেশে বিল গেটসের পরামর্শ, প্রতিটি সমস্যা থেকে কিছু না কিছু শিখতে পারবেন। তিনি বলেন, আপনি যখন কোনও সমস্যা দেখতে পান, সবার আগে জিজ্ঞেস নিজেকে সমস্যার সবচেয়ে ভালো সমাধানের বিষয়ে জিজ্ঞাসা পেয়েছেন। আমরা এর থেকে কী শিখতে পারি। পরবর্তীকালে সেই সমাধানের কৌশল ব্যবহার করতে পারবেন আপনি।
Warren Buffett Billonaire: ওয়ারেন বাফেট তাঁকে দিয়েছেন এই টিপস
বিল গেটস জানিয়েছেন,তাঁর জীবনে অভিজ্ঞ বিনিয়োগকারী এবং বিলিয়নিয়ার ওয়ারেন বাফেটের পরামর্শ কাজে লেগেছে। বাফেটের থেকে টাইম ম্যানেজমেন্ট শিখেছেন তিনি। বিল গেটস বলেছেন, একবার ওয়ারেন বাফেট তাঁকে তাঁর ক্যালেন্ডার দেখিয়েছিলেন, যাতে কিছুই লেখা ছিল না। অথচ বিল গেটসের নিজের জন্য মোটেও সময় ছিল না। এর পরে, গেটস ছুটির বিষয়ে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন।
Microsoft Co Founder Advice: ছুটির বিষয়ে সবাইকে পরামর্শ
কাজের বিষয়ে গেটসের পরামর্শ, সারাক্ষণ কাজ করলে আপনার কাজের প্রতি আন্তরিকতা দেখা যায় না। গেটস শিক্ষার্থীদের ধৈর্যের গুরুত্বও উপলব্ধি করার কথা বলেন। তিনি বলেন, ''প্রতিকূল পরিস্থিতির মধ্যে নিজেকে শান্ত রাখা খুবই জরুরি। এর সাহায্যে আপনি সঠিকভাবে কঠিন সময়ের মুখোমুখি হতে পারবেন।''
Multibagger IPO: ৮ মাসেই কোটিপতি বানিয়েছে এই আইপিও, চমকে দেওয়া রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা