BMW 2 Series Gran Coupe 220i Petrol: ভারতের বাজারে নতুন বিলাসবহুল গাড়ি ‘২ সিরিজ গ্র্যান কুপ ২২০ আই’ আনল বিএমডব্লু
BMW 2 Series Gran Coupe 220i Petrol Review, Specifications And Price: বিএমডব্লুর অন্যান্য মডেলগুলির তুলনায় এই নতুন মডেলের গাড়ির আকার কিছুটা ছোট।
নয়াদিল্লি: গাড়ির দুনিয়ায় এক অভিজাত নাম বিএমডব্লু। সারা বিশ্বে জনপ্রিয় এই গাড়ি। শুধু বিলাসিতাই নয়, সামাজিক মর্যাদারও প্রতীক এই গাড়ি। ভারতেও গাড়িপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় বিএমডব্লু। সে কথা মাথায় রেখেই এবার ভারতের বাজারে নতুন মডেলের গাড়ি আনল এই সংস্থা। ‘বিএমডব্লু ২ সিরিজ গ্র্যান কুপ ২২০ আই পেট্রোল’ শুধু বিলাসবহুলই নয়, ভারতের রাস্তায় রোজ ব্যবহার করার জন্যও উপযুক্ত। বিএমডব্লুর অন্যান্য মডেলগুলির তুলনায় এই নতুন মডেলের গাড়ির আকার কিছুটা ছোট।
‘২ সিরিজ গ্র্যান কুপ ২২০ আই’-এর ডিজাইন বেশ আকর্ষণীয়। এই গাড়িতে ফ্রেমলেস ডোর ও স্লিম টেইল-ল্যাম্পস রয়েছে। দারুণ দেখতে গাড়িটি। বাইরে থেকে দেখতে একটু ছোট হলেও, গাড়িটির অন্দরসজ্জা বিএমডব্লুর অন্যান্য মডেলগুলির মতোই। সবরকম সুযোগ-সুবিধা রয়েছে এই গাড়িতে। অ্যয়ারলেস চার্জিং, ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোলের ব্যবস্থা রয়েছে এই গাড়িতে। যাঁরা নিজেরা গাড়ি চালাতে ভালবাসেন, বিশেষ করে তাঁদের জন্যই তৈরি এই গাড়ি।
বিএমডব্লু ৩ সিরিজ মডেলের চেয়ে ২ সিরিজ একটু আলাদা। ২২০ আই-এর পেট্রোল ইঞ্জিন, ডিজেলের তুলনায় মসৃণ। ৩৩০ আই-এর গতি হয়তো বেশি, তবে ২২০ আই-ও সমান উপভোগ্য। বিএমডব্লুর গাড়ি চালিয়ে যে আনন্দ আশা করা যায়, তার সবকিছুই রয়েছে এই নতুন গাড়িতে। তবে ২২০ আই-এর টায়ারের বিষয়ে কিছুটা সতর্ক থাকতে হবে। রাস্তা খারাপ হলে, গর্ত থাকলে সমস্যা হতে পারে।
২ সিরিজ পেট্রোলচালিত গাড়ির দাম শুরু হচ্ছে ৩৭.৯০ লক্ষ টাকা থেকে। এমস্পোর্টের দাম ৪০.৯০ লক্ষ টাকা। ৩ সিরিজের গাড়িগুলির দাম ছিল ৪১.৪ লক্ষ থেকে ৪৭.৯ লক্ষ টাকার মধ্যে।
পেট্রোল, ডিজেল দু’ধরনেরই জ্বালানিতে চলে এই ৩ সিরিজের গাড়িগুলি। ৩২০ডি স্পোর্টস লাইন আগের মতোই ডিজেল ইঞ্জিনে পাওয়া যাচ্ছে। ৩৩০আই এম স্পোর্টের জন্য রয়েছে নতুন ৪ সিলিন্ডারের টার্বোচার্জড ইঞ্জিন। ডিজাইনের ক্ষেত্রেও ৩ সিরিজে বেশ কিছু পরিবর্তন করেছে বিএমডব্লিউ। বিএমডব্লিউর ট্রেডমার্ক কিডনি গ্রিলে যেমন আছে, তেমনই রয়েছে দু’টি ব্যারেল হেডল্যাম্পের নয়া সেট। বাম্পারে আছে ফগ ল্যাম্প ও এয়ার ভেন্ট। গাড়ির পিছনে বাম্পার ডিজাইনে পরিবর্তন এসেছে, টেল ল্যাম্পে রয়েছে এল আকৃতি হাইলাইট।