Stock Market Closing: মন্দার আশঙ্কায় বিশ্ব ! ভারতের বাজারে 'বুল রান' জারি, আগামী সপ্তাহেই কি ১৮৯০০ ছোঁবে নিফটি ?
Share Market Update: ব্রিটেন ছাড়াও মন্দার গ্রাসে যেতে পারে আমেরিকা। খুব একটা ভাল অবস্থায় নেই চিনের বাজার। সেখানে 'বুল রান' জারি রয়েছে ভারতের মার্কেটে। বৃহস্পতিবার দেশের শেয়ার বাজারে দেখা গেল সেই গতি।
Share Market Update: ব্রিটেন ছাড়াও মন্দার গ্রাসে যেতে পারে আমেরিকা। খুব একটা ভাল অবস্থায় নেই চিনের বাজার। সেখানে 'বুল রান' জারি রয়েছে ভারতের মার্কেটে। বৃহস্পতিবার দেশের শেয়ার বাজারে দেখা গেল সেই গতি। বাজার বিশেষজ্ঞরা বলছেন,সামান্য কারেকশন নিয়ে চলতি মাসেই ১৯০০০ ছুঁতে পারে নিফটি।
Stock Market Closing: আজ কেমন ছিল বাজারের অবস্থা ?
ব্যাঙ্কিং, আইটি ও এফএমসিজি স্টকগুলিতে চমৎকার কেনাকাটার কারণে আজ বিএসই সেনসেক্স ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে। ভারতীয় স্টক মার্কেটের ইতিহাসে প্রথমবার সেনসেক্স ৬২,০০০-এর অঙ্ক ছাড়িয়ে বন্ধ হয়েছে। আজকের ট্রেডিং সেশনে ব্যাঙ্কিং স্টকগুলিতে দারুণ গতি দেখা গেছে। ব্যাঙ্ক নিফটি এদিন একটি ঐতিহাসিক রেকর্ড উচ্চতায় বন্ধ হয়েছে। বৃহস্পতিবারের ট্রেডিং শেষে মুম্বাই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স ৭৬২ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে ৬২,২৭২ পয়েন্টে বন্ধ হয়েছে। সেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ২১৬ পয়েন্ট ওপরে ১৮৪৮৪-তে বন্ধ হয়েছে।
Share Market Update: কোন খাতে কত লেনদেন ?
আজ বাজারের দিকে তাকালে স্টক মার্কেটে ব্যাঙ্কিং, আইটি, এফএমসিজি, এনার্জি, মেটাল, ইনফ্রার মতো সব সেক্টরের শেয়ারে বৃদ্ধি দেখা গেছে। সেই ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ব্যাঙ্ক নিফটি প্রথমবার ৪৩০০০ পেরিয়ে ৪৩০৭৫ পয়েন্টে বন্ধ হয়েছে। তাই আইটি স্টকগুলিতে দুর্দান্ত গতি দেখা গেছে। এদিন নিফটি আইটি ৭৭৩ পয়েন্টের লাফ দিয়ে ৩০,১৭৮ পয়েন্টে বন্ধ হয়েছে। এদিন ৫০টি নিফটি স্টকের মধ্যে, ৪৩টি লাভের সঙ্গে বন্ধ হয়েছে, যেখানে মাত্র ৭টি স্টকে পতন দেখা গেছে। যেখানে ৩০টি সেনসেক্স স্টকের মধ্যে ২৬টি লাভের সঙ্গে বন্ধ হয়েছে ও চারটি লালে দৌড় থামিয়েছে।
Stock Market Closing: গতি দেখিয়েছে কোন কোন স্টক ?
আজ বাজারে গতির স্টকগুলির দিকে তাকালে ইনফোসিস 2.93%, এইচসিএল টেক 2.59%, পাওয়ার গ্রিড 2.56%, উইপ্রো 2.43%, টেক মহিন্দ্রা 2.39%, টিসিএস 2.05%, HDFC 1.99%, HUL 1.69 শতাংশ, HDFC ব্যাঙ্ক 1.68 শতাংশ, সান ফার্মা 1.58 শতাংশ বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে।
Share Market Update: আজকের যে স্টকগুলিতে পতন হয়েছে
৩০টি সেনসেক্স স্টকগুলির মধ্যে আজ কেবল চারটি স্টক কমেছে, টাটা স্টিল 0.14 শতাংশ, বাজাজ ফিনসার্ভ 0.11 শতাংশ, বাজাজ ফিন্যান্স 0.10 শতাংশ, কোটাক মাহিন্দ্রা 0.09 শতাংশ কমেছে। তবে বাজার বিশেষজ্ঞরা বলছেন, আগামী সপ্তাহে সামান্য কারেকশন নিলেও নিফটি ১৮,০০০-এ নিচে যাওয়ার সম্ভাবনা কম। তবে ব্যাঙ্ক নিফটি নিয়ে চিন্তায় রয়েছে বাজার। কারণ , ইতিমধ্যেই 'ওভার বায়িং' জোনে রয়েছে ব্যাঙ্ক নিফটি। যার ফলে ব্যাঙ্ক নিফটিতে সামান্য কারেকশন নিফটিতে পতন আনতে পারে। সেই ক্ষেত্রে কিছুটা থিতু হতে পারে বাজার। তবে চলতি মাসেই নিফটি ১৮৯০০ ছোঁবে বলে ধারণা বলছেন বিশেষজ্ঞরা।
India Post: পোস্ট অফিসে প্রচুর পদে নিয়োগ, পোস্টম্যান ছাড়াও আরও চাকরির সুযোগ