Bangladesh News: মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের ছেলের সঙ্গে বৈঠক করে জাভেদ?
Bangladesh: ক্যানিংয়ে ধৃত জঙ্গি জাভেদ মুন্সি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। 'মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের ছেলের সঙ্গে বৈঠক করে জাভেদ'। 'পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে তালহা সইদের সঙ্গে জাভেদের বৈঠক'। লাহোরের কাছে মুরিদকেতেও তিনবার গিয়েছিল জাভেদ, খবর গোয়েন্দা সূত্রের। মুরিদকেতেই পাক জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার হেড কোয়ার্টার। মুরিদকেতেই ট্রেনিং দেওয়া হয়েছিল ২৬/১১-র হামলাকারী আজমল কসাভ। লস্কর ই তৈবার কমান্ডার ইন চিফ হাফিজ সইদের ছেলে তালহার নির্দেশেই কি বাংলায় আসে জাভেদ? কসাভের ধাঁচে কি জাভেদকেও প্রশিক্ষণ দিয়েছিল লস্কর ই তৈবা? বাংলায় কি নাশকতার পরিকল্পনা করছিল জাভেদ? লস্কর ই তৈবার হেড কোয়ার্টার মুরিদকেতে কেন বারবার গিয়েছিল জাভেদ? 'জাভেদ পশ্চিমবঙ্গে এসেছিল অস্ত্র পাচারের রুট রেকি করতে'। 'ব্যবসায়ীর ছদ্মবেশে নেপালে ছিল জাভেদ আহমেদ মুন্সি'। 'নেপাল হয়ে অস্ত্রপাচারে যুক্ত ছিল জাভেদ'। জাভেদকে এরাজ্যে পাঠিয়েছিল কুখ্য়াত পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা, দাবি গোয়েন্দাদের।