Gold Rate: বিয়ের জন্য সোনার গয়না গড়াবেন ভাবছেন ? আজ সোনা কিনলে সাশ্রয় হবে কি ? দেখুন রেটচার্ট
Gold Rate Today on 27 December: আজও গতকালের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে সোনার দাম। এবার গয়না গড়াতে খরচ বেড়ে যাবে। আজ সোনা (Gold Rate Today) কিনতে দোকানে গেলে কত খরচ হবে দেখে নিন আজকের নতুন রেটচার্টে।
Gold Rate: সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। কখনও কমে, কখনও বাড়ে। সোনার দাম কমলে গ্রাহকরা স্বস্তি পান। বিয়ের মরশুম এখন নেই। তবু চাহিদা বৃদ্ধির কারণে সোনার দাম এই সপ্তাহের শুরু থেকেই (Gold Price) বাড়তে শুরু করেছে। আজও গতকালের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে সোনার দাম। এবার গয়না গড়াতে খরচ বেড়ে যাবে। আজ সোনা (Gold Rate Today) কিনতে দোকানে গেলে কত খরচ হবে দেখে নিন আজকের নতুন রেটচার্টে।
আজকের সোনা-রুপোর দর (২৭ ডিসেম্বর, ২০২৪)
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭৬২৭ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৭২৫০ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৬৯৪১ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৫৯৫০ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৮৮,৮৯৩ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)
(*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।)
সোনার গয়না কেনেন অনেকে, কেউ করেন বিনিয়োগ
সোনা যে কোনও সময় যে কোনও ভারতীয় তথা বাঙালির কাছে এক নিশ্চিন্ত বিনিয়োগের মাধ্যম বলেই মনে করা হয়। যুগ যুগ ধরে ভারতীয়দের মধ্যে সোনা কেনার চল রয়েছে। অনেকেই মনে করেন সোনা হল অসময়ের বন্ধু, টাকার অভাব হলে সোনা বিক্রি করে মুনাফা পাওয়া যায়। তাই কেউ কেউ সোনার গয়না গড়ান অলঙ্কার হিসেবে আবার কেউ করেন সোনায় বিনিয়োগ। তবে সোনার গয়না কোনও বিনিয়োগ নয়, সোনায় বিনিয়োগের ক্ষেত্রে সোনার বার বা কয়েন কিংবা সোনার ইটিএফে বিনিয়োগে বেশি মুনাফা মেলে এবং লিকুইডিটি অনেক বেশি, অনেক স্বচ্ছ্ব।
সোনার দামে ওঠানামা
সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। কখনও বাড়ে, কখনও কমে। শুল্ক, করের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সোনার দামে অদল-বদল হয়ে থাকে। আবার একেকটি রাজ্যে একেক রকম সোনার দাম চলে। ফলে সোনা কিনতে হলে সেদিনের সোনার দাম দেখে নিয়ে কিনতে হবে, সোনা বিক্রির ক্ষেত্রেও সেদিনের যা দর চলছে সেই অনুযায়ী সোনার দাম পাওয়া যাবে। সংস্থা অনুযায়ীও এই দামে প্রভেদ দেখা যায়।
আরও পড়ুন: GST: পুরনো গাড়ি এই দামে বিক্রি করলে কোনো ট্যাক্স দিতে হবে না, কী জানাল কেন্দ্র ?