BSNL Recharge: IPL-এর মরশুমে বড় অফার দিচ্ছে BSNL ! ২৫১ জিবি আনলিমিটেড ডেটা পাবেন এই টাকায়
BSNL Recharge Plan: এই ২৫১ টাকার প্ল্যানটি শুধুমাত্র ডেটার জন্য, ডেটা-ওনলি প্ল্যান। এতে কোনও আনলিমিটেড কলিং বা এসএমএসের সুবিধে নেই।

Mobile Recharge Plan: বেসরকারি টেলিকম সংস্থাগুলি যেখানে দিনের পর দিন তাদের রিচার্জ প্ল্যানের খরচ বাড়িয়েই চলেছে, সেখানে বিএসএনএল এখনও অনেক সস্তায় তাদের গ্রাহকদের পরিষেবা দিয়ে চলেছে। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL Recharge Plan) এই আইপিএলের মরশুমে এক বড় অফার দিচ্ছে তাদের গ্রাহকদের। মাত্র ২৫১ টাকার বিনিময়েই গ্রাহকরা এবার পাবেন ২৫১ জিবি আনলিমিটেড ডেটা তাও আবার টানা ৬০ দিনের জন্য। হাই-স্পিড ডেটার সুবিধে ছাড়াও আরও কী কী পাবেন গ্রাহকরা ? মোট কতই বা খরচ হবে ?
কী বিশেষত্ব বিএসএনএলের ২৫১ টাকার প্ল্যানে
সদ্য বাজারে এসেছে বিএসএনএলের এই ২৫১ টাকার রিচার্জ প্ল্যান। এই প্ল্যানে ২৫১ জিবি হাই-স্পিড ডেটা পাবেন গ্রাহকরা। এই প্ল্যানের বৈধতা থাকবে টানা ৬০ দিন অর্থাৎ দুই মাস পর্যন্ত। যে সমস্ত ব্যক্তি বা গ্রাহক প্রচুর কনটেন্ট দেখেন, আইপিএল (BSNL Recharge Plan) দেখেন তাদের জন্য এই রিচার্জ প্ল্যান অত্যন্ত উপকারী। কোনও বাফারিং ছাড়াই আইপিএল দেখতে পারবেন গ্রাহকরা। তবে এই অফার থাকবে সীমিত সময়ের জন্য। ফলে এই রিচার্জ প্ল্যান নিতে চাইলে দ্রুত রিচার্জ করিয়ে নিতে হবে আপনার ফোনে। প্ল্যানের বিস্তারিত তথ্য বিএসএনএলের ওয়েবসাইটে গেলেও আপনি দেখতে পাবেন।
কী কী মাথায় রাখতে হবে
এই ২৫১ টাকার প্ল্যানটি শুধুমাত্র ডেটার জন্য, ডেটা-ওনলি প্ল্যান। এতে কোনও আনলিমিটেড কলিং বা এসএমএসের সুবিধে নেই। এই পরিষেবাগুলির (BSNL Recharge Plan) জন্য আপনাকে আলাদা করে অন্য প্ল্যানের রিচার্জ করাতে হবে।
আনুষ্ঠানিক ঘোষণা
এই ২৫১ টাকার আইপিএল ডেটা ভাউচার প্ল্যানের ব্যাপারে বিএসএনএল তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছিল। এই পোস্টের ক্যাপশনে লেখা ছিল 'বিএসএনএলের পাওয়ার-প্যাকড ক্রিকেট ম্যাচ ! ২৫১ জিবি হাই-স্পিড ডেটা তাও মাত্র ২৫১ টাকায়। বৈধ থাকবে ৬০ দিনের জন্য। ফলে আপনি কখনও আর বাউন্ডারি, ছয় কিংবা বোল্ড মিস করবেন না !'
বড় মুনাফা বিএসএনএলের
যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সম্প্রতি জানিয়েছেন যে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএলের ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে ২৬২ কোটি টাকা মুনাফা এসেছে যা এই সংস্থার ১৮ বছরের ইতিহাসে এই প্রথম মুনাফা। এর আগে ২০২৩-২৪ অর্থবর্ষে সংস্থার ১২৬২ কোটি টাকা লোকসান হয়েছিল। ফলে এবার মুনাফার পথে হাঁটছে সংস্থা, গ্রাহক সন্তুষ্টির দিকেও নজর রাখছে বিএসএনএল।






















