Defence Budget 2024: প্রতিরক্ষা খাতে আরও বাড়ল বরাদ্দ, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন রাজনাথ সিং-এর
Defence Allocation In Budget 2024: প্রতিরক্ষা খাতে এবারের বাজেটে বরাদ্দের পরিমাণ সর্বোচ্চ বাড়ানো হয়েছে। যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আত্মনির্ভর করে তুলতে সাহায্য করবে বলে মত রাজনাথ সিং-এর।
নয়াদিল্লি: মঙ্গলবারের বাজেটে (Union Budget 2024-25) প্রতিরক্ষা খাতে বরাদ্দ আরও বাড়ানোর কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ( Indian Finance minister Nirmala Sitharaman)। তারপরই তাঁকে ধন্যবাদ জানিয়ে টুইট করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Defence minister Rajnath Singh)। গত আর্থিক বর্ষে যেখানে দেশের প্রতিরক্ষা খাতে ৫ লক্ষ ৯৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, এবার সেটা বাড়িয়ে ৬ লক্ষ ২১ হাজার ৯৪০ কোটি টাকা করা হয়েছে (Defence Budget 2024)। যা ২০২৪-২৫ আর্থিক বর্ষের সম্পূর্ণ বাজেটের ১২.৯ শতাংশ।
বাজেটে এত বরাদ্দ বাড়ানোর পরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি লেখেন, "এতদিন পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রকের জন্য যা বরাদ্দ করা হয়েছে তার মধ্যে সর্বোচ্চ। আমি ৬ লক্ষ ২১ হাজার ৯৪০.৮৫ কোটি টাকা বরাদ্দ করার জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রতিরক্ষা খাতে ভারত সরকারের ২০২৪-২৫ আর্থিক বর্ষের সম্পূর্ণ বাজেটের ১২.৯ শতাংশ বরাদ্দ করা হয়েছে। ১ লক্ষ ৭২ হাজার কোটি টাকা যে মূলধনী ব্যয়ের জন্য বরাদ্দ করা হয়েছে তা স্বশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী হয়ে উঠতে সাহায্য করবে। দেশের মধ্যেই প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন বাড়ানোর জন্য যে ১ লক্ষ ৫ হাজার ৫১৮.৪৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তা অত্যন্ত উল্লেখ্যযোগ্য। এর ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে আরও এগিয়ে যাবে দেশ। গত বছরে বাজেটের তুলনায় এবছরে সীমান্তে রাস্তা তৈরির জন্য যে ৩০ শতাংশ বরাদ্দ বাড়ানো হয়েছে তার জন্য আমি খুশি। বর্ডার রোড অর্গানাইজেশনকে যে সাড়ে ৬ হাজার কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে তা সীমান্তে আমাদের পরিকাঠামো আরও বাড়াতে ও উন্নত করতে সাহায্য করবে। প্রতিরক্ষা ক্ষেত্রে গবেষণা, এমএসএমইএস ও স্টার্টআপ সংস্থাগুলিতে আইডিইএক্স স্কিমের অধীনে ৫১৮ কোটি টাকা যে বরাদ্দ করা হয়েছে তা ডিফেন্স ইন্ডাস্ট্রির স্টার্টআপ ইকো সিস্টেমকে আরও বৃদ্ধি করবে।"
As far as the allocation to Ministry of Defence is concerned, I thank the Finance Minister for giving the highest allocation to the tune of Rs 6,21,940.85 Crore, which is 12.9 % of total Budget of GoI for FY 2024-25.
— Rajnath Singh (@rajnathsingh) July 23, 2024
The capital outlay of Rs 1,72,000 Crore will further…
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: