Budget 2022: দুর্ঘটনা এড়াতে 'কবচ', জুড়বে ২ হাজার কিমি রেল নেটওয়র্ক
Budget 2022: কবচ একটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি। এই প্রযুক্তি এমন ভাবে তৈরি, যা দুর্ঘটনা সম্পর্কে আগাম সতর্ক করে।
নয়াদিল্লি: দুর্ঘটনা এড়ানো যাবে যেমন, তেমনই বিশ্বমানের পরিষেবা দেওয়া যাবে সাধারণ যাত্রীদের। সেই লক্ষ্যে দেশের ২ হাজার কিলোমিটার রেল নেটওয়র্ক-কে দেশীয় প্রযুক্তি ‘কবচ’-এর (KAWACH Tech) আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত কেন্দ্রের। মঙ্গলবার সংসদে বাজেট (Union Budget 2022) পেশ করে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।
এ দিন নির্মলা জানান, “আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে ২ হাজার কিলোমিটার রেল নেটওয়র্ককে বিশ্বমানের দেশীয় প্রযুক্তি কবচের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নিরাপত্তা এবং উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত।” এ ছাড়াও আগামী তিন বছরে ৪০০টি নতুন ‘বন্দে ভারত’ ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন সীতারামন।
কবচ একটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি। এই প্রযুক্তি এমন ভাবে তৈরি, যা দুর্ঘটনা সম্পর্কে আগাম সতর্ক করে। ট্রেন দুর্ঘটনার সংখ্যা শূন্যে নামিয় আনার লক্ষ্যে দীর্ঘ দিন ধরেই প্রচেষ্টা চালাচ্ছিল রেল। সেই লক্ষ্যে পৌঁছতেই এই প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সীতারামন।
#Budget2022
— Invest India (@investindia) February 1, 2022
Smt. #NirmalaSitharaman outlined the ambitious plan for expansion of KAWACH - India's indigenous anti-collision technology for a safer railway network.#AatmanirbharBharatKaBudget @FinMinIndia @nsitharaman @nsitharamanoffc @RailMinIndia @AshwiniVaishnaw @DPIITGoI pic.twitter.com/mdhqFBrllF
আরও পড়ুন: Union Budget 2022 Update: পরিকাঠামো থেকে শিক্ষা, আয়কর, এক নজরে এবারের বাজেট
ছোট কৃষক, ব্যবসায়ী সংগঠনের জন্য ভারতীয় রেল নতুন পরিকাঠামো গড়ে তুলবে এবং তাঁদের সবরকম পরিষেবা দেবে বলেও জানানো হয় সংসদে। যে এলাকায় সবচেয়ে ভাল কাজ হবে, সেখানে সরকারের তরফে পুরস্কাররে ব্যবস্থাও থাকবে।
প্রধানমন্ত্রীর গতিশক্তি প্রকল্পের মাধ্যমে দেশকে ভবিষ্যততের পথে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান সীতারামন। তাঁর ব্যাখ্যা, সড়কপথ, রেলপথ, বিমানবন্দর, বন্দর, গণপরিবহণ, জলপথ এবং পরিকাঠামো প্রযুক্তি হল গতিশক্তির সাত ইঞ্জিন।