Union Budget 2022 Update: পরিকাঠামো থেকে শিক্ষা, আয়কর, এক নজরে এবারের বাজেট
Union Budget 2022 Update:এবারের বাজেটে ডিজিটাল কারেন্সি, ই-পাসপোর্ট, একাধিক পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বিশেষভাবে সক্ষমদের জন্য আয়করে ছাড়ের কথাও বলা হয়েছে।
নয়াদিল্লি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ আগামী অর্থবর্ষের জন্য সাধারণ বাজেট পেশ করলেন। তিনি বলেছেন, এবারের বাজেটে স্বাস্থ্য, মানুষের সাচ্ছ্বন্দ্য বৃদ্ধি, পরিকাঠামোর উন্নয়ন, সর্বাঙ্গীন উন্নতির দিকে তাকিয়ে তৈরি করা হয়েছে। ন্যূনতম সরকার, সর্বাধিক সুশাসন, লগ্নির পথ সুগম করার লক্ষ্যে এই বাজেট। এবারের বাজেটে ডিজিটাল কারেন্সি, ই-পাসপোর্ট, একাধিক পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বিশেষভাবে সক্ষমদের জন্য আয়করে ছাড়ের কথাও বলা হয়েছে। তবে ব্যক্তিগত আয়কর কাঠামোয় কোনও বদল করা হয়নি।
এক নজরে এবারের বাজেট
পরিকাঠামো
২০ হাজার কোটি টাকা ব্য়য়ে প্রধানমন্ত্রী গতি শক্তি মাস্টার প্ল্যান
২০২২-২৩ এ জাতীয় সড়ক নেটওয়ার্ক ২৫ হাজার কিলোমিটার সম্প্রসারণ করা হবে।
এক্সপ্রেসওয়ে বিষয়ক জাতীয় মাস্টার প্ল্যান ২০২২-২৩- প্রণয়ন করা হবে।
৪০০ নতুন প্রজন্মের বন্দেভারত এক্সপ্রেস আগামী তিন বছরে তৈরি করা হবে।
পর্বত মালা প্রকল্পে ৬০ কিমি রোপওয়ে প্রকল্প
মেট্রো সিস্টেম, মাল্টি-মডেল কানেক্টিভিটি
আগামী তিন বছরে ১০০ গতি শক্তি কার্গো টার্মিনাল
কৃষি
গম, ধান, খারিফ ও রবি শষ্য সংগ্রহ থেকে উপকৃত হবেন।
ন্যূনতম সহায়ক মূল্য হিসেবে ২.৩৭ লক্ষ কোটি টাকার সরাসরি হস্তান্তর
রাসায়নিক মুক্ত, প্রাকৃতিক চাষ সারা দেশে উৎসাহিত করা হবে
২০২২ হবে বাজরা বর্ষ- বাজরা উৎপাদনে ফসল সংগ্রহের পর মূল্য সংযোজন
চাষ খতিয়ে দেখা ও কীটনাশক ছড়ানোর জন্য কিষাণ ড্রোন
৪৪ হাজার কোটি টাকায় কেন-বেতোয়া নদী সংযুক্তিকরণ প্রকল্প, এতে ৯.০ লক্ষ হেক্টর কৃষি জমি উপকৃত হবে
শিক্ষা
ডিজিটাল ইউনিভার্সিটি গড়ে তোলা হবে। আর তা হবে বিভিন্ন ভারতীয় ভাষায়, নেটওয়ার্ক হাব মডেলের ভিত্তিতে।
ওয়ান ক্লাস, ওয়ান টিভি চ্যানেল ১২ থেকে বাড়িয়ে ২০০ করা হবে। সমস্ত আঞ্চলিক ভাষায় সহায়ক পরিষেবা প্রদানের লক্ষ্যে তা করা হবে। করোনা অতিমারীতে পড়াশোনার যে ক্ষতি হয়েছে, তা পূরণে এই উদ্যোগ।
প্রতিরক্ষা
অভ্যন্তরীন সংগ্রহের জন্য ৬৮ শতাংশ মূলধন সংগ্রহ বাজেট বরাদ্দ।
ডিআরডিও স্টার্ট আপ, বেসরকারি শিল্প ও একামেডিয়ার জন্য খুলে দেওয়া হবে। এরজন্য এক্ষেত্রে বরাদ্দের ২৫ শতাংশ রাখা হবে।
সামরিক সরঞ্জাম ও প্ল্যাটফর্মে উন্নতির জন্য নকশা গ্রহণের ক্ষেত্রে বেসরকারি শিল্পকে উৎসাহিত করা হবে।
ডিজিটাল ফ্রন্ট
২০২২-২৩ এ ব্লকটেন প্রযুক্তি ব্যবহার করা আরবিআই ডিজিটাল রুপি নিয়ে আসবে।
ভার্চুয়াল ডিজিটাল সম্পদে ৩০ শতাংশ হারে কর আরোপ হবে।
ভার্চুয়াল অ্যাসেট উপহারে গ্রাহকের ওপর কর আরোপ হবে।
৭৫ জেলায় ৭৫ টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট গড়ে তোলা হবে।
কর ও অর্থনীতি
গ্রিন পরিকাঠামোর জন্য গ্রিন বন্ড জারি হবে
কোষাগার ঘাটটি জিডিপি-র ৬.৯ শতাংশ
করদাতারা আপডেটেড রিটার্ন ফাইল করতে পারবেন দুবছর পর
যে কোঅপারেটিভগুলির আয় ১ থেকে ১০ কোটি টাকা তাদের সারচার্জ কমিয়ে ৭ শতাংশ করা হয়েছে।
বিশেষভাবে সক্ষমদের জন্য আয়করে ছাড়
এনপিএসে রাজ্য সরকারি কর্মীদের কর ছাড়ের সীমা ১৪ শতাংশ পর্যন্ত।
অপরিবর্তিত থাকছে ব্যক্তিগত করকাঠামো।
আগামী ৫ বছরে দেশে ৬০ লক্ষ কর্মসংস্থানের টার্গেট
স্বাস্থ্য
ন্যাশনাস ডিজিটাল হেল্থ ইকোসিস্টেম চালু করা হবে।
ন্যাশনাট টেলি মেন্টাল হেল্থ প্রোগ্রাম গড়ে তোলা হবে। মানসিক স্বাস্থ্যের দিকে তাকিয়ে এই কর্মসূচি।
২৩ টেলি মেন্টাল উৎকর্ষ স্বাস্থ্য কেন্দ্র