Budget 2025: বিকশিত ভারতের নয়া ব্লুপ্রিন্ট, ভারত হবে খেলনার Hub, বাজেটে ঘোষণা নির্মলার
Global Toy Hub: Make in India-র আওতায় বড় লক্ষ্য কেন্দ্রের।

নয়াদিল্লি: ভারতকে খেলনা তৈরির ভরকেন্দ্র করে তোলার লক্ষ্য নিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। সংসদের বাজেটে শনিবার এই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন। 'Make in India' প্রকল্পের আওতায় খেলনা তৈরির উপর আরও জোর দিল কেন্দ্রীয় সরকার। দক্ষ কারিগরদের একত্রিত করতে পরিকল্পনার কথা জানালেন নির্মলা। (Budget 2025)
শনিবার সংসদে তৃতীয় মোদি সরকারের ২০২৫-'২৬ অর্থবর্ষের বাজেট ঘোষণা করলেন নির্মলা। আর সেখানেই ভারতকে খেলনা তৈরির ভরকেন্দ্র হিসেবে তুলে ধরার কথা জানালেন তিনি। ভারতকে উৎপাদনের ভরকেন্দ্র হিসেবে তুলে ধরতে প্রথমবার ক্ষমতায় আসার পরই Make in India প্রকল্পে জোর দিয়েছিল মোদি সরকার। সেই প্রকল্পে গতি আনতে এবার খেলনা তৈরির উপর জোর দেওয়া হল। (Global Toy Hub)
ভারতকে খেলনা তৈরির হাব হিসেবে তুলে ধরতে পরিকাঠামোর উন্নয়নের কথাও শোনা যায় নির্মলার মুখে। তিনি জানান, খেলনার উৎপাদন এবং উৎপাদন বৃদ্ধিতে একাধিক পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। এর আওতায় খেলনা তৈরির নয়া বাস্তুতন্ত্র গড়ে তোলা হবে। একছাতার নীচে জড়ো করতে হবে দক্ষ কারিগরদের। পাশাপাশি, দক্ষ কারিগর তৈরিতে প্রশিক্ষণের ব্যবস্থাও করবে কেন্দ্র।
এদিন বাজেটে 'বিকশিত ভারতের' এ ব্লুপ্রিন্ট তুলে ধরেন নির্মলা, তাতে চারটি বিষয়ের উপর জোর দেন তিনি- নারীশক্তি, যুবশক্তি, কৃষক এবং দরিদ্র নাগরিক। আর তাতেই খেলনা তৈরির ভরকেন্দ্র হিসেবে আন্তর্জাতিক মহলে ভারতকে একনম্বরে নিয়ে যাওয়ার লক্ষ্য বেঁধে দেন তিনি। নির্মলা জানান, এবারের বাজেটের লক্ষ্য GYAN অর্জন, অর্থাৎ গরিব (Garib), যুব (Yuva), অন্নদাতা এবং নারীশক্তিকে অর্থনীতির মূল ধারার সঙ্গে সংযুক্ত করা হবে।
প্রান্তিক মানুষদের ক্ষমতায়নে ৫ লক্ষ মহিলা, তফসিলি জাতি ও জনজাতির জন্য নয়া প্রকল্পের ঘোষণা করেছেন নির্মলা। প্রথম বার ব্যবসা শুরুর কথা ভাবছেন যাঁরা, তাঁরা সর্বোচ্চ ২ কোটি টাকার ঋণ নিতে পারবেন। পাশাপাশি ১ কোটি গিগ-কর্মীদের সামাজিক নিরাপত্তার ঘোষণা করেন তিনি। জানান, নয়া পরিচয়পত্র তৈরি করে হাতে হাতে তুলে দেওয়া হবে, যা দেখিয়ে সব সরকারি পরিষেবার পেতে পারেন তাঁরা।
কৃষিক্ষেত্রের জন্যও বড় ঘোষণা করেন নির্মলা। দেশের ১.৭৫ কোটি কৃষকের জন্য 'প্রধানমন্ত্রী কৃষি যোজনা'র ঘোষণা করেন। জানান, কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে এই প্রকল্পের বাস্তবায়ন হবে। কৃষির উন্নয়নই এই প্রকল্পের লক্ষ্য। পাশাপাশি, কর, বিদ্যুৎ, নগরোন্নয়ন, খনি, অর্থনৈতিক এবং নিয়ন্ত্রক খাতে আমূল সংস্কারের ঘোষণা করেন নির্মলা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
