Union Budget 2022: ‘২ লক্ষ কোটি টাকা ক্ষুদ্র ও মাঝারি প্রকল্পের জন্য বাড়তি বরাদ্দ’, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর
Budget 2022 Nirmala Sitharaman: এদিন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, "২ লক্ষ কোটি টাকা ক্ষুদ্র ও মাঝারি প্রকল্পের জন্য বাড়তি বরাদ্দ"।
![Union Budget 2022: ‘২ লক্ষ কোটি টাকা ক্ষুদ্র ও মাঝারি প্রকল্পের জন্য বাড়তি বরাদ্দ’, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর Union Budget 2022 FM Nirmala Sitharaman tables MSME sector more relief fund Union Budget 2022: ‘২ লক্ষ কোটি টাকা ক্ষুদ্র ও মাঝারি প্রকল্পের জন্য বাড়তি বরাদ্দ’, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/01/c8ad633c547c5172d303baf4b9991018_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়া দিল্লি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে চার নম্বর বাজেট পেশ করছেন নির্মলা সীতারমণ। করোনাকালে পেপারলেস বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। রাষ্ট্রপতির মঞ্জুরির পর বাজেটে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার। মন্ত্রিসভার বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এদিন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, "২ লক্ষ কোটি টাকা ক্ষুদ্র ও মাঝারি প্রকল্পের জন্য বাড়তি বরাদ্দ"।
এছাড়াও তিনি বলেছেন, "স্কিল ডেভেলপমেন্টের জন্য অনলাইন ট্রেনিং-এর ব্যবস্থা করা হচ্ছে। ১০ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী ঋণের সুবিধা পাবেন"। MSME সেক্টরের জন্য এই বাজেট কতটা সুবিধা দেবে এ প্রসঙ্গে ইনোভানা গ্রুপের চেয়ারম্যান ও এমডি চন্দন গর্গ বলেন, অর্থমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছে এমএসএমই ক্ষেত্র। ৫ লক্ষ কোটি টাকার ঋণ এবং আর্থিক সহায়তা এই সেক্টরকে আরও উজ্জীবিত করবে। তিনি আরও বলেন, এর ফলে নতুন ব্যবসা বাড়বে দেশে। এই ঘোষণা অবশ্যই অল্প সময়ের মধ্যে ১০ লাখেরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। এমএসএমইগুলির জন্য কর নীতিগুলি ব্যবসা করার ক্ষেত্রে সুবিধা বৃদ্ধি করবে। তবে ৭৫ তম স্বাধীনতার সময়ে এই বছরের বাজেট ঘোষণা থেকেও আরও কিছু প্রত্যাশা ছিল।
আরও পড়ুন, এবারেও অপরিবর্তিত আয়কর, একই থাকছে ব্যক্তিগত কর কাঠামো
অন্যদিকে ফান্ড ম্যানেজমেন্টের রিসোর্স স্পেশালিস্ট সিদ্ধার্থ মৌর্য বলেন, "বাজেটে এমএসএমই-এর ক্ষেত্রে এই ঘোষণা ভাল উদ্যোগ। স্টার্ট-আপগুলির জন্য কর ছাড়ের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। যা আমার মতে একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। এর ফলে উৎপাদন ব্যবস্থা আরও জোরদার হবে।"
এদিকে, কৃষি ক্ষেত্রের জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, "চাষের যাতে উৎপাদনশীলতা বাড়ে বিভিন্ন উপায় তার দিকে লক্ষ রাখছি। আমরা অর্গানিক ফার্মিং, ভ্যালু এডিশন এবং ম্যানেজমেন্টের দিকে লক্ষ রাখছি। আইটি বেসড কিছু সাপোর্ট আমরা কৃষকদের দেব। এর জন্য ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।"
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)