Union Budget 2022 LIVE : থমকে থাকা রেলের প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে বাজেট, বললেন রেলমন্ত্রী
Union Budget 2022 India LIVE Updates ফেব্রুয়ারিতে পাঁচ রাজ্যের ভোট। তা আগে আজ সংসদে বাজেট ২০২২ পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অপরিবর্তিত থাকছে ব্যক্তিগত করকাঠামো।
LIVE
![Union Budget 2022 LIVE : থমকে থাকা রেলের প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে বাজেট, বললেন রেলমন্ত্রী Union Budget 2022 LIVE : থমকে থাকা রেলের প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে বাজেট, বললেন রেলমন্ত্রী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/01/68e8480879be5455824f3f484a14f8a4_original.jpg)
Background
Union Budget 2022 India LIVE Updates আজ, ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট (Union Budget ) পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ( Nirmala Sitharaman ) । এই নিয়ে চতুর্থবার বাজেট পেশ করতে চলেছেন নির্মলা। গত বছর প্রথমবার ‘পেপারলেস’ (Paperles) বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী। চিরাচরিত প্রথা অনুযায়ী বহি-খাতা নিয়ে তিনি বাজেট পেশের দিন সংসদে হাজির হন ট্যাব নিয়ে। এবারও তিনি ‘পেপারলেস’ বাজেটই পেশ করবেন বলে জানা গিয়েছে।
সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মধ্যে দিয়ে শুরু হয়েছে অধিবেশন। প্রথম পর্যায়ের অধিবেশন চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর দ্বিতীয় পর্বের বাজেট অধিবেশন শুরু হবে ১৪ মার্চ থেকে, চলবে ৮ এপ্রিল পর্যন্ত।
কোথায়, কীভাবে দেখা যাবে বাজেট?
টিভিতে সরাসরি বাজেট পেশ দেখা যাবে সংসদ টিভিতে। এবিপি আনন্দেও (ABP Ananda) সরাসরি বাজেট পেশ দেখা যাবে। টিভিতে এবিপি আনন্দ চ্যানেল ছাড়াও ইউটিউব, ফেসবুক পেজ, এবিপি লাইভ ওয়েবসাইট (https://bengali.abplive.com/) এবং অ্যাপে লাইভ টিভিতেও সরাসরি দেখা যাবে বাজেট পেশ। এছাড়া বাজেট সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি খবর জানা যাবে এবিপি লাইভ অ্যাপ, ওয়েবসাইটে।
গত বছর স্বাধীনতার পর প্রথমবার বাজেটে প্রস্তাবিত ব্যয় বরাদ্দ, রাজস্ব আদায়ের পরিকল্পনা, অর্থবিল, নতুন কর সহ বাজেটের বিস্তারিত বিবরণ ছাপানো হয়নি। সবটাই হয়েছিল ‘পেপারলেস’ পদ্ধতিতে। অর্থমন্ত্রী গত বছরই প্রথমবার বাজেট মোবাইল অ্যাপ চালু করেন। সাংসদ, সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এবং সাধারণ মানুষ যাতে সহজেই বাজেটের বিস্তারিত তথ্য জানতে পারেন, তার জন্যই এই অ্যাপ চালু করা হয়। এবারও বাজেট অ্যাপের মাধ্যমেই বাজেটের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
Budget 2022 LIVE Updates: থমকে থাকা রেলের প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে বাজেট, বললেন রেলমন্ত্রী
সাধারণ বাজেটে রেলওয়ের সহায়তার জন্য ১.৩৭ লক্ষ কোটি টাকার মূলধনী লগ্নির সংস্থান রাখা হয়েছে। তা থমকে থাকা রেল প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে। মন্তব্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের।
Union Budget 2022 LIVE : মূল্যবৃদ্ধি রোধে কোনও পদক্ষেপ নেই, বাজেটের সমালোচনায় প্রিয়ঙ্কা গাঁধী
‘কৃষক, সাধারণ মানুষ, মধ্যবিত্তদের জন্য কোনও কর ছাড় নেই। মূল্যবৃদ্ধি রোধে কোনও পদক্ষেপ নেই। ছোট শিল্পপতিদের জন্য কোনও ছাড় নেই।
যুবকদের রোজগারের জন্য দিকনির্দেশ নেই। শুধু কমানো হচ্ছে ভর্তুকি। এটাই মোদি সরকারের বাজেট’,ট্যুইট প্রিয়ঙ্কা গাঁধীর
Budget 2022 LIVE Updates: পুঁজিবাদীদের জন্যেই এবারের এই বাজেট, সমালোচনায় চিদম্বরম
বাজেটের সমালোচনায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। তিনি বলেছেন, ‘ক্ষুদ্র শিল্প নিয়ে বাজেটে একটা কথাও নেই। মূল্যবৃদ্ধি রোখার জন্য বাজেটে কোনও কথা নেই। পুঁজিবাদীদের জন্যেই এবারের এই বাজেট। কর্মহীনদের জন্য বাজেটে একটা শব্দও খরচ করা হয়নি। প্রত্যেকটি ক্ষেত্রে ভর্তুকি তুলে নেওয়া হচ্ছে। বাজেটে করদাতাদের জন্য কোনও স্বস্তির কিছু নেই।’
Union Budget 2022 LIVE : করোনা আবহে জনসাধারণের ওপর করের বোঝা চাপাতে চাইনি, বললেন অর্থমন্ত্রী
নির্মলা সীতারামন বলেছেন, ‘করোনা আবহে জনসাধারণের ওপর করের বোঝা চাপাতে চাইনি। প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল, যেন বাড়তি করের বোঝা না চাপে। সেই নির্দেশ মেনেই এবছরও আয়কর কাঠামো অপরিবর্তিত রেখেছি।’
Budget 2022 LIVE Updates: বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে সম্ভাবনাময় বাজেট, বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, ‘বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে সম্ভাবনাময় বাজেট। বাজেটে সমাজের সর্বস্তরের মানুষের কথা ভাবা হয়েছে।আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ।কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অনেক শুভেচ্ছা’
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)